চলতি বছরের শেষে সিঙ্গাপুরে অর্থনৈতিক প্রবৃদ্ধি ১৩ থেকে ১৫ শতাংশ হতে পারে বলে আভাস দিয়েছে দেশটির সরকার। এ সপ্তাহে এক বিবৃতিতে সিঙ্গাপুর সরকার এ আভাস দেয় যদিও এর আগে সরকার জানিয়েছিল, চলতি বছরের শেষে দেশটিতে প্রবৃদ্ধি হতে পারে ৭ থেকে ৯ শতাংশ পর্যন্ত। সিঙ্গাপুরের তৈরি শিল্পজাত ও বায়োমেডিক্যাল পণ্যের চাহিদা বেড়ে যাওয়ায় এ ব্যাপক মাত্রার প্রবৃদ্ধির সম্ভাবনা দেখা দিয়েছে।
নতুন পূর্বাভাসের কারণ সম্পর্কে বিবৃতিতে সরকার জানিয়েছে, ইউরোপের বিভিন্ন দেশের ঋণসংকট, যুক্তরাষ্ট্রের অর্থনীতির ধীরগতি এবং প্রতিবেশী চীনের অর্থনীতির রমরমা অবস্থার কারণে এ উচ্চমাত্রার প্রবৃদ্ধি হবে বলে তারা মনে করছে। অর্থ বিশ্লেষকরাও সরকারের এই পূর্বাভাসের সঙ্গে একমত। সিঙ্গাপুরভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান সিআইএমবির অর্থ বিশ্লেষক সং সেং উন বলেন, "চলতি বছর সিঙ্গাপুরের অর্থনীতি এশিয়ার মধ্যে তো বটেই, সম্ভবত পৃথিবীর যেকোনো দেশের তুলনায় দ্রুতগতিতে বাড়বে।"
আঞ্চলিক অর্থনীতিবিদ ডেভিড কোহেন বলেন, "চলতি বছর অর্থনৈতিক প্রবৃদ্ধির দিক থেকে সম্ভবত শীর্ষস্থানটি দখল করতে যাচ্ছে সিঙ্গাপুর।" (সূত্র: এএফপি)