Web bengali.cri.cn   
বাংলাদেশের হৃদরোগ বিশেষজ্ঞদের সঙ্গে আলাপ-আলোচনার দ্বিতীয় অংশ
  2010-07-09 15:32:01  cri

 সম্প্রতি পেইচিংয়ে আন্তর্জাতিক হৃদরোগ সংক্রান্ত বড় আকারের এক সম্মেলনের অনুষ্ঠিত হয়ে গেল। বিভিন্ন দেশ থেকে প্রায় ১০ হাজার হৃদরোগ চিকিত্সক ও বিশেষজ্ঞ এ সম্মেলনে অংশ নেয়ার জন্য পেইচিংয়ে আসেন। বাংলাদেশের বিভিন্ন হাসতাপাল ও গবেষণা সংস্থা থেকে আসেন এক'শ জনের বেশি চিকিত্সক ও বিশেষজ্ঞ। তাঁরা চীনে বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের সঙ্গে বর্তমান বিশ্বে হৃদরোগ প্রতিরোধের সর্বশেষ প্রযুক্তি এবং নানা বিষয় নিয়ে আদান-প্রদান করেন।

সফরকালে বাংলাদেশের ইব্রাহিম কার্ডিয়াক হসপিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রফেসর এম এ রশীদ, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রফেসর মহিবুল্লাহ এবং ল্যাবএইড কার্ডিয়াক হসপিটালের সিনিয়র কনসালট্যান্ট প্রফেসর আব্দুল জাহের সিআরআই'র সঙ্গে এক আলোচনা অনুষ্ঠানে যোগ দেন। গত সপ্তাহে আমরা এ আলোচনার প্রথম অংশ প্রচার করেছি। এবার শুনুন এ আলোচনার শেষ অংশ। এতে তাঁরা চীন সফরকালের অভিজ্ঞতা বলেন এবং হৃদরোগ প্রতিরোধ সম্পর্কিত পরামর্শ দেন। (ইয়ু কুয়াং ইউয়ে)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040