Web bengali.cri.cn   
বাংলাদেশের হৃদরোগ বিশেষজ্ঞদের সঙ্গে আলাপ-আলোচনা
  2010-07-02 16:34:18  cri

 সম্প্রতি পেইচিংয়ে আন্তর্জাতিক হৃদরোগ সংক্রান্ত বড় আকারের এক সম্মেলনের অনুষ্ঠিত হয়ে গেল। বিভিন্ন দেশ থেকে প্রায় ১০ হাজার হৃদরোগ চিকিত্সক ও বিশেষজ্ঞ এ সম্মেলনে অংশ নেয়ার জন্য পেইচিংয়ে আসেন। বাংলাদেশের বিভিন্ন হাসতাপাল ও গবেষণা সংস্থা থেকে আসেন এক'শ জনের বেশি চিকিত্সক ও বিশেষজ্ঞ। তাঁরা চীনে বিভিন্ন দেশের বিশেষজ্ঞদের সঙ্গে বর্তমান বিশ্বে হৃদরোগ প্রতিরোধের সর্বশেষ প্রযুক্তি এবং নানা বিষয় নিয়ে আদান-প্রদান করেন।

সফরকালে বাংলাদেশের ইব্রাহিম কার্ডিয়াক হসপিটালের প্রধান নির্বাহী কর্মকর্তা প্রফেসর এম এ রশীদ, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রফেসর মহিবুল্লাহ এবং ল্যাবএইড কার্ডিয়াক হসপিটালের সিনিয়র কনসালট্যান্ট প্রফেসর আব্দুল জাহের সিআরআই'র সঙ্গে এক আলোচনা অনুষ্ঠানে যোগ দেন।

আলোচনায় তাঁরা এবারের আন্তর্জাতিক হৃদরোগ সম্মেলনে অংশগ্রহণের উপকারিতা ও চীনের সংশ্লিষ্ট হাসপাতালের সঙ্গে সহযোগিতার পরিকল্পনা নিয়ে কথা বলেন এবং হৃদরোগ প্রতিরোধ সম্পর্কিত পরামর্শ দেন।

বন্ধুরা, বৃহত্ কলেবরের কারণে আমরা এ আলোচনাটিকে দুটি পর্বে ভাগ করে নিয়েছি। পরবর্তী আসরে আপনারা দ্বিতীয় পর্ব শুনবেন। সে পর্বে আপনারা পাবেন স্বাস্থ্য রক্ষা সম্পর্কিত আরো অনেক ভালো ভালো পরামর্শ। সেটা শুনতে ভুলবেন না কিন্তু। (ইয়ু কুয়াং ইউয়ে)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040