Web bengali.cri.cn   
সি চিন পিংয়ের বাংলাদেশ সফর সম্পর্কিত বিশেষ সাক্ষাত্কার
  2010-06-18 19:37:51  cri

প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান শুনছেন। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে চীনের ভাইস- প্রেসিডেন্ট সি চিন পিং গত ১৪ ও ১৫ জুন বাংলাদেশ সফর করেছেন। বাংলাদেশে পৌঁছে তিনি প্রথমেই বাংলাদেশ-চীন মৈত্রী সংস্থাগুলো এবং চীনের বন্ধুভাবাপন্ন ব্যক্তিবর্গের প্রতিনিধির সঙ্গে সাক্ষাত্ করেছেন। সাক্ষাত্কালে বাংলাদেশে আমাদের সিআরআই শ্রোতা সংঘের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। আজকের 'মুক্ত মন মুক্ত চিন্তা' আসরে আপনাদের ভাইস- প্রেসিডেন্ট সি চিন পিংয়ের বাংলাদেশ সফর সম্পর্কিত সাক্ষাত্কার ভিত্তিক অনুষ্ঠান প্রচার করবো। 

১৪ জুন দুপুরে ভাইস- প্রেসিডেন্ট সি চিন পিং তাঁর সফরসঙ্গীদের নিয়ে বিশেষ বিমান যোগে বাংলাদেশের ঢাকায় পৌঁছেন। বিমান বন্দরে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি ও চীনের রাষ্ট্রদূত চাং সিয়ান ঈ এবং সংশ্লিষ্ট কর্মকর্তারা তাঁকে অভ্যর্থনা জানিয়েছেন। ঢাকায় আমাদের প্রতিনিধি ইয়াং ওয়েই মিং বিমান বন্দরে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনির সংক্ষিপ্ত সাক্ষাত্কার নিয়েছেন।

সবাই জানেন, গত মার্চ মাসে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাফল্যের সঙ্গে চীন সফর করেছেন। ভাইস- প্রেসিডেন্ট সি'র এবারের বাংলাদেশ সফরকে বলা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফরের জবাবী সফর। এ সফর সম্পর্কে বাংলাদেশে চীনের রাষ্ট্রদূত চাং সিয়ান ঈ বলেন, চীন ও বাংলাদেশের কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৩৫ বছরে বিভিন্ন ক্ষেত্রে প্রচুর সাফল্য এসেছে। উচ্চ পর্যায়ের পারস্পরিক সফর দু'দেশের সম্পর্ককে আরো ঘনিষ্ঠ করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এবারের সি চিন পিংয়ের সফর দু'দেশের সরকারের মধ্যে রাজনৈতিক আস্থা বাড়িয়েছে, দু'দেশের বিভিন্ন ক্ষেত্রের পারস্পরিক কল্যাণমূলক বাস্তব সহযোগিতাকে আরো গভীর করেছে এবং দ্বিপক্ষীয় সম্পর্কের মান উন্নতির জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।

বন্ধুরা, বাংলাদেশের সিআরআই শ্রোতা সংঘের চেয়ারম্যান বেলাল করিম, মহাসচিব জিল্লুর রহমান জিল্লু এবং আমাদের সাবেক বিশেষজ্ঞ, বর্তমান সিআরআই-বাংলাদেশের শান্ত মারিয়াম কনফুসিয়াস ক্লাসরুমের উপদেষ্টা মহিউদ্দিন তাহেরের নাম অবশ্যই আপনাদের কাছে খুবই পরিচিত। ১৪ জুন বিকালে ঢাকার সোনারগাঁও হোটেলে ভাইস- প্রেসিডেন্ট সি চিন পিং বাংলাদেশ-চীন মৈত্রী সংস্থা এবং বন্ধুভাবাপন্ন ব্যক্তিবর্গের সঙ্গে সাক্ষাত্ করার সময় তাঁরাও উপস্থিত ছিলেন। সাক্ষাতের পর আমাদের প্রতিনিধি ইয়াং ওয়েই মিং কয়েকজন পুরনো বন্ধুর সাক্ষাত্কার নিয়েছেন।

হয়তো অনেক শ্রোতা জানেন যে, গত বছর এক সড়ক দুর্ঘটনায় সিআরআই শ্রোতা সংঘের চেয়ারম্যান বেলাল করিম আহত হয়ে অনেক দিন চিকিত্সাধীন ছিলেন। এবারের অনুষ্ঠানে তিনি সুস্থ শরীরে উপস্থিত হতে পেরেছিলেন, তা দেখে আমরা সত্যি খুব আনন্দ বোধ করি। তাঁর মনের কথা আমাকেও মুগ্ধ করেছে।

আমরা আশা করি, করিম সাহেবের কথা মতো, তিনি যত তাড়াতাড়ি সম্ভব পুরোপুরি সুস্থ হয়ে উঠবেন এবং আগের মতো আমাদের মধ্যে ফিরে আসবেন।

সিআরআই শ্রোতা সংঘের মহাসচিব জিল্লুর রহমান জিল্লু এখন বেশিরভাগ সময় সিলেটে থাকেন। তিনি বিশেষ করে ভাইস- প্রেসিডেন্ট সি'র সঙ্গে দেখা করতে দু'দিন আগে সিলেট থেকে ঢাকায় ফিরে আসেন এবং চীনা নেতাকে একটি বিশেষ উপহারও দিয়েছেন। শুনুন তাঁর অনুভূতি কী?

বন্ধুরা, মহিউদ্দিন তাহের আপনাদের অতি প্রিয় বন্ধু, এমন কী আগে যখন তিনি সিআরআইতে চাকরি করতেন, তখন অনেক শ্রোতা তাকে বড় ভাই ডাকতেন। এ সুযোগে তিনি আবার মাইক্রোফেনের সামনে এসে আপনাদের সঙ্গে কথা বলছেন। শুনুন, তার কথা?

বন্ধুরা, এতোক্ষণ আপনারা চীনের ভাইস- প্রেসিডেন্ট সি'র বাংলাদেশ সফরকালে আমাদের প্রতিনিধি ইয়াং ওয়েই মিং'র নেয়া কয়েকটি সাক্ষাত্কারের রেকর্ডিং নিয়ে পরিবেশিত 'মুক্ত মন মুক্ত চিন্তা' আসরের বিশেষ অনুষ্ঠানটি শুনলেন। আশা করি, পুনরো বন্ধুদের কথা আপনাদের ভালো লেগেছে। 'মুক্ত মন মুক্ত চিন্তা' আসর আজকের মতো এখানে শেষ করে আপনাদের কাছ থেকেএবারের মত বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকুন। সুস্থ থাকুন। আবার কথা হবে। (ইয়ু কুয়াং ইউয়ে)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040