চীনের পযর্টন শিল্পে আন্তর্জাতিক পুঁজির প্রবেশকে উত্সাহিত করা হয়েছে। ২৬ মে পেইচিংয়ে আয়োজিত দশম বিশ্ব পযর্টন সম্মেলনে চীনের রাষ্ট্রীয় পযর্টন ব্যুরোর মহা পরিচালক চাও ছি ওয়ে এ খবর জানিয়েছেন। তিনি বলেন, পরীক্ষামূলক ভিত্তিতে চীন ধাপে ধাপে বিদেশি অর্থায়নের জন্য পযর্টন সংস্থাকে উন্মুক্ত করে দেবে। চীনে তাদের ব্যবস্থা উত্সাহব্যঞ্জক। চলতি বছর প্রাসঙ্গিক ব্যবস্থাপনা পদ্ধতি প্রণয়ন করা হবে।
তিনি বলেন, পাঁচ বছর পর বিদেশ ভ্রমণ করতে যাওয়া চীনা নাগরিকদের সংখ্যা এক শো কোটির পোর্সেন টাইমসেরও বেশি হবে বলে অনুমান করা হচ্ছে। যদি এক জন চীনা নাগরিক চীনের বাইরে গড়ে এক হাজার মার্কিন ডলার ব্যয় করে তাহলে তখন চীনের বাইরে চীনা পযর্টকদের ভোক্তা এক শো বিলিয়ান মার্কিন ডলারে দাঁড়াতে পারবে। চীনা পযর্টকের সংখ্যা বাড়ানোর পাশাপাশি বিদেশের কর্মসংস্থান সমস্যা সামাধানের পক্ষে কল্যাণকর।