দশম বিশ্ব পর্যটন সম্মেলন পেইচিংয়ে শুরু হয়েছে । এ সম্মেলন ২৫ থেকে ২৭মে পর্যন্ত চলবে । বিভিন্ন দেশের রাজনীতিক , বৃহত্ শিল্প প্রতিষ্ঠানের প্রধান , বিভিন্ন ক্ষেত্রের বিশেষজ্ঞ , কর্মকর্তা এবং বিশ্বের বিখ্যাত সংবাদদাতাসহ মোট এক হাজার প্রতিনিধি এ সম্মেলনে অংশ নিচ্ছেন । তারা বিশ্ব পর্যটন শিল্প উন্নয়নের বিষয়ে আলোচনা করবেন ।
সম্মেলনে অংশগ্রহণকারী বিভিন্ন দেশের পর্যটন বিষয়ক বিশেষজ্ঞরা চীনের পর্যটন বাজার উন্নয়নের ব্যাপারে আশাবাদ প্রকাশ করেছেন ।
বিশ্ব পর্যটন সংস্থার মহাসচিব তালেব রিফাই বলেন , চীন বিশ্বের এমন একটি প্রথম দেশ হবে , যে দেশে অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ পর্যটন শিল্পের উন্নয়ন বিষয়ক নীতিমালা নির্ধারণ করা হয়েছে । চীনের পর্যটন শিল্পের রয়েছে অফুরন্ত প্রাণশক্তি । (থান ইয়াও খাং)