চলতি বছরের প্রথম চার মাসে চীনের আমদানির প্রবৃদ্ধির হার রপ্তানির প্রবৃদ্ধির হারের চেয়ে ৩০.৯ শতাংশ বেশি। বাণিজ্যিক অনুকূল উদ্ধৃত্ত ১৬.১১ বিলিয়ন মার্কিন ডলার। এ পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় ৭৮.৬ শতাংশ হ্রাস পেয়েছে। চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র ইয়াও চিয়ান ১৭ মে পেইচিংয়ে এ কথা বলেছেন।
এ দিন বাণিজ্য মন্ত্রণালয়ের নিয়মিত এক প্রেস ব্রিফিংয়ে ইয়াও চিয়ান বলেন, গত বছরের মে মাস থেকে চীনের মাসিক আমদানি প্রবৃদ্ধির হার একটানা ১২ মাস ধরে রপ্তানীর প্রবৃদ্ধির হারের চেয়ে বেশি। বাণিজ্যিক অনুকূল উদ্ধৃত্ত গত বছরের জুলাই মাস থেকে একটানা সাত মাস ধরে হ্রাস পেয়েছে। ইয়াও চিয়ান উল্লেখ করেন, প্রক্রিয়াকরণ বাণিজ্য আর বিদেশী ব্যবসায়ীর বিনিয়োজিত শিল্পপ্রতিষ্ঠানগুলো এখনো বাণিজ্যিক অনুকূল উদ্ধৃত্তের প্রধান উত্স।
ভবিষ্যতে চীনের রপ্তানির প্রবণতা বিশ্লেষণ করতে গিয়ে ইয়াও চিয়ান বলেন, বর্তমানে আসিয়ান, রাশিয়া ও ভারতসহ নবোদিত বাজারগুলোতে চীনের রপ্তানির প্রবৃদ্ধির হার ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্র ও জাপানসহ ঐতিহ্যিক বাজারগুলোর চেয়ে বেশি। পরবর্তীকালে শিল্পোন্নত অর্থনৈতিক সত্তার অর্থনৈতিক পুনরুত্থান অপেক্ষাকৃত মন্থর হলে চীনের রপ্তানি পুনরুত্থানের ওপর তা বাধার সৃষ্টি করবে। (ইয়ু কুয়াং ইউয়ে)