|
ছিংহাই প্রদেশের ইয়ুশু বিমান বন্দরে ভূমিকম্প মোকাবিলা ও ত্রাণ সংক্রান্ত জরুরি প্রকল্পের নির্মাণ কাজ ১ মে সুষ্ঠুভাবে শুরু হয়েছে। গত ১৪ এপ্রিল ইয়ুশুতে ভয়াবহ ভূমিকম্প সংঘটিত হওয়ার পর এটাই প্রথম পুনর্গঠন কাজ।
জানা গেছে, এ প্রকল্পের মধ্যে প্রধানত স্টেশন সাইট ও যোগাযোগপথ প্রকল্প অন্তর্ভূক্ত করা হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, ৩০ জুলাই এ প্রকল্পের সব নির্মাণ কাজ সম্পন্ন হবে এবং এটির ব্যবহার শুরু হবে। এর ফলে ইয়ুশু বিমান বন্দরের সেবা প্রদানের সক্ষমতা আরো বাড়বে। -- খবর সি আর আইয়ের -- ওয়াং হাইমান
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |