২ মে ভোরে চীনের শানতুং প্রদেশের ওইহাইয়ের সমুদ্রসীমায় লাইবেরিয়ার একটি মালবাহী জাহাজের সংগে হংকংয়ের একটি মালবাহী জাহাজের সংঘর্ষ ঘটেছে । লাইবেরিয়ার জাহাজটির ভেতরে পানি ঢুকে ক্ষতিগ্রস্ত হয় । হংকংয়ের জাহাজটি সংঘর্ষে আঘাত লেগে ডুবে যায় ।
সিনহুয়া বার্তা সংস্থার এক খবরে প্রকাশ , কুয়াশার মধ্যে চলাচলের সময় এ সংঘর্ষ ঘটে । তখন সে সমুদ্রসীমায় তরংগ প্রবল ছিল । খবর পেয়ে স্থানীয় সমুদ্র বিষয়ক বিভাগ সংগে সংগে সর্বাত্মক ত্রাণ কাজ শুরু করে । দুপুর পর্যন্ত দুটি জাহাজের মোট ৪৬জন চীনা ও ভারতীয় নাবিককে সাফল্যের সংগে উদ্ধার করা সম্ভব হয়েছে ।
এখন স্থানীয় সমুদ্র বিষয়ক বিভাগ দুর্ঘটনার ওপর তদন্ত চালাচ্ছে ।