|
এ ফোরামের প্রতিপাদ্য হলো 'বিশ্ববিদ্যালয়ের জনশক্তির মানোন্নয়ন'। অংশগ্রহণকারী উপাচার্যরা এ বিষয়ের ওপর বক্তব্য রাখবেন ও আলোচনায় অংশ নেবেন।
এ ছাড়া ফোরামে এবার প্রথমবারের মত মাইক্রোসফ্ট ও আইবিএমসহ আন্তর্জাতিক শিল্পপ্রতিষ্ঠানগুলোর উর্ধ্বতন ব্যবস্থাপকদের আমন্ত্রণ জানানো হয়েছে। তাঁরা বিশ্ববিদ্যালয় ও শিল্পপ্রতিষ্ঠানে জনশক্তি লালনের ক্ষেত্রে সহযোগিতা জোরদারের ব্যাপারে আলোচনা করবেন।
চীনের রাষ্ট্রীয় কাউনসিলার মাদাম লিউ ইয়ান তোং বলেছেন, চীন আগামী দশ বছরের মধ্যে বিশ্ব পর্যায়ের আধুনিক উচ্চশিক্ষা ব্যবস্থা গড়ে তোলার দিক-নির্দেশনা নির্ধারণ করেছে। তিনি বলেন, চীন বিদেশের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সহযোগিতার মাধ্যমে জনশক্তি লালনের নতুন উপায় বের করার পাশাপাশি শ্রেষ্ঠ শিক্ষক-শিক্ষিকা নিয়োগ এবং পারস্পরিক দেশে ছাত্র-ছাত্রীর সংখ্যা বাড়াবে। জনশক্তি লালনের ক্ষেত্রে পারস্পরিক সুবিধার পরিপূরকতা ত্বরান্বিত করবে বলেও তিনি জানান। (ওয়াং তান হোং)
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |