শাংহাই বিশ্বমেলা উদ্বোধন হতে যাচ্ছে। বিভিন্ন দেশের প্রায় ১৪ হাজার সাংবাদিক এখন শাংহাইয়ে। শাংহাই বিশ্বমেলা উদ্যানের ছয় বার পরীক্ষামূলক মহড়ার পর সাক্ষাত্কার নেয়ার মাধ্যমে বেশির ভাগ বিদেশী তথ্য মাধ্যম মনে করে, শাংহাই বিশ্বমেলা পরিচালনা ব্যবস্থা ও পরিসেবা স্থাপনাসহ নানা ক্ষেত্রে বিরাট প্রয়াস চালিয়েছে এবং দেশি-বিদেশি তথ্য মাধ্যমদের পারস্পরিক সমঝোতা ও আস্থা বাড়ানোর একটি প্লাটফর্ম প্রতিষ্ঠা করেছে। চীনের একটি সফল, চমত্কার ও অবিস্মরণীয় বিশ্বমেলা আয়োজনের ওপর তাঁরা আস্থাবান।
সুইজার্ল্যান্ড, জার্মানী ও নামিবিয়া থেকে আসা সাংবাদিকরা বলেন, শাংহাই বিশ্বমেলা হবে চিত্তাকর্ষক ও বিস্ময়কর। এর এতো বড় আকার দেখেই বুঝা যায়, চীনারা এর জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালিয়েছেন এবং শ্রেষ্ঠ সেবা দেবেন। এ কারণেই তারা সুষ্ঠুভাবে সাক্ষাত্কার নিতে পারছেন। (ইয়ু কুয়াং ইউয়ে)