শাংহাই বিশ্বমেলা এখন প্রহর গুনছে। স্বেচ্ছাসেবকরা মেলায় অংশ গ্রহণকারী , বিভিন্ন প্রচার মাধ্যম ও দশর্কদের পেশাদার ও শ্রেষ্ঠ পরিসেবা প্রদানে প্রস্তুত। শাংহাই বিশ্ব মেলার স্বেচ্ছাসেবক বিভাগের মুখপাত্র ডেং শিও তুং ২৯ এপ্রিল এ কথা বলেছেন। তিনি বলেন, প্রায় ৭০ হাজার স্বেচ্ছাসেবক এবারের বিশ্ব মেলায় নিয়োজিত থাকবে। তাদের মধ্যে ২৯০জন বিদেশী স্বেচ্ছাসেবক। তা ছাড়া, শাংহাই শহরের বিভিন্ন স্থানেও প্রায় ১০ হাজার পরিসেবা কেন্দ্র আছে। স্বেচ্ছাসেবকদের মধ্যে রয়েছে প্রধানত বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, বিভিন্ন মহলের কর্মজীবি ও অবসরপ্রাপ্ত ব্যক্তিসহ নানা পেশার সদস্যরা।
ডেং শিও তুং আরও বলেন, এবারের বিশ্ব মেলা চলার সময় দীর্ঘ মেয়াদী ও দর্শকের সংখ্যা হবে প্রচুর। সুতরাং স্বেচ্ছাসেবকদের অনেক চ্যালেঞ্জের সম্মুখীন হতে হবে।