Web bengali.cri.cn   
শাংহাই বিশ্বমেলা দু'দেশের জনগণের মৈত্রীকে গভীরতর করবে: জাপানে চীনের রাষ্ট্রদূত
  2010-04-28 15:21:57  cri
জাপানে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ছেং ইয়ং হুয়া ২৭ এপ্রিল জানিয়েছেন, তিনি আশা করেন, চীন ও জাপান আসন্ন শাংহাই বিশ্বমেলাকে প্লাটফর্ম হিসেবে নানা ধরণের বিনিময় ও সহযোগিতার আয়োজন করবে।

এদিন টোকিওতে অনুষ্ঠিত এক সাংবাদিক সম্মেলনে তিনি বলেন, এ পর্যন্ত শাংহাই বিশ্বমেলা বৃহত্তম ব্যাপকতাসম্পন্ন মানবজাতির সাংস্কৃতিক মহা সম্মিলনী হবে। এ বিশ্ব মেলা প্রথমবারের মতো উন্নয়নশীল দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে। চীন সরকার ও জনগণ সাফল্যের সাথে চমত্কার ও অবিস্মরণীয় একটি বিশ্বমেলা আয়োজনের প্রচেষ্টা চালাবে।

তিনি বলেন, জাপানে যথাক্রমে ওসাকা ও আইচিতে বিশ্বমেলা আয়োজিত হয়। এবারের শাংহাই বিশ্বমেলার প্রস্তুতি কাজে জাপান ব্যাপকভাবে সমর্থন দিয়েছে। এ জন্য তিনি আন্তরিক ধন্যবাদ জানান।

তিনি আরো বলেন, এবারের বিশ্বমেলা আরো ভালোভাবে আয়োজনের জন্য দু'দেশের বিভিন্ন মহলের কর্মকর্তারা ধারাবাহিক বন্ধুত্বপূর্ণ বিনিময় কার্যক্রমের আয়োজন করেছেন। তিনি আশা করেন, এসব কার্যক্রম দু'দেশের জনগণের পারস্পরিক সমঝোতা ও মৈত্রী বাড়াতে সক্ষম হবে। (লিলি)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040