Web bengali.cri.cn   
ইরান ভবন
  2010-04-28 08:58:41  cri

সাংহাই বিশ্বমেলার উদ্বোধনের দিন ঘনিয়ে আসার সংগে সংগে সাংহাই বিশ্ব মেলা সম্পর্কে অনেক দেশের মানুষের আগ্রহ ও কৌতুহলও বেড়ে যাচ্ছে। ইরানের এক প্রতিনিধি দল সাংহাই বিশ্ব মেলায় যোগ দেবে । এই প্রতিনিধি দলের নেতা, ইরানের বাণিজ্যমন্ত্রী মেহদি গজনফারি ১৯ এপ্রিল তেহরানে এক সাংবাদিক সম্মেলনে ইরান ভবন সম্পর্কে গণমাধ্যমের অনেক প্রশ্নের উত্তর দেন। তিনি বলেন , ইরান ভবন বিশ্বের কাছে ইরানের সুদীর্ঘ ইতিহাস ও সভ্যতার পরিচয় দেবে । ইরান ভবন নিশ্চয়ই সাংহাই বিশ্বমেলার শ্রেষ্ঠ ভবনগুলোর অন্যতম হবে ।

ইরান ইতোমধ্যে চার বার বিশ্বমেলায় যোগ দিয়েছে এবং পঞ্চমবারের মত সাংহাই বিশ্বমেলায় যোগ দিচ্ছে । ইরান ভবনের মেঝের আয়তন দু হাজার বর্গমিটার । ইরান আশা করে, বিভিন্ন দেশের দর্শকরা ইরান ভবন পরিদর্শনের মাধ্যেম ইরানের স্বতন্ত্র সৌন্দর্যের সংগে পরিচিত হতে পারবেন।

ইরানের বাণিজ্যমন্ত্রী মেহদি গজনফারি বলেন, ইরান ভবনের নকশায় ইরানের ঐতিহ্যিক স্থাপত্যশৈলি প্রতিফলিত হয়েছে । ইরান ভবনের তিনটি কক্ষের নাম হলো যথাক্রমে ইরানের অতীত, বর্তমান ও ভবিষ্যত । ইরান ভবনে সাংকেতিকতা-আশ্রয়ী দশটি দৃশ্য দেখা যাবে । দর্শনীয় ও শ্রবণীয় কুলকুল করে বয়ে যাওয়া নদীর স্রোতের যে দৃশ্য সৃষ্টি করা হবে তা ইরানের সমৃদ্ধি ও নির্মলতার প্রতীক । ইরান ভবনে এক বৃহত কার্পেট বিশেষ লক্ষণীয় বলে মনে করা হয় ।

বাণিজ্যমন্ত্রী মেহদি গজনফারি বলেন , সব দেশের দর্শক ইরান ভবনে প্রবেশ করে এ কার্পেট বোনার কাজে অংশ নিতে পারে, ছ'মাসের মধ্যে এ কার্পেট বোনার কাজ সম্পন্ন হবে। প্রকৃতপক্ষে তা বিভিন্ন দেশের দর্শকদের সহযোগিতার ফলশ্রুতি ।

রেকর্ডিং ২

ইরান ভবনের নির্মাণ প্রকল্প প্রসংগে তিনি বলেন, ইরান ভবনের নির্মাণকাজ বেশ দেরীতে শুরু হয় । কিছু অসুবিধা থাকা সত্ত্বেও ইতোমধ্যে নির্মাণকাজ শেষ হয়েছে । সাংহাই বিশ্বমেলার সাংগঠনিক কমিটি মনে করে, ইরান ভবন সাংহাই বিশ্বমেলা উদ্যানের শ্রেষ্ট ভবনগুলোর অন্যতম এবং এশিয়া- প্রদর্শন এলাকার একটি আদর্শ ভবন । তাই ইরান ভবনকে একটি পদক দেয়া হয়েছে । স্বচোখে আমাদের ভবন না দেখলে ইরানের সাত হাজার বছরের সভ্যতা ও সংস্কৃতির মর্ম বোঝা সম্ভব হবে না । ইরান ভবনের ভেতরের সুন্দর কক্ষগুলোতে ইরানের সর্বাপেক্ষা প্রাচীন ও আধুনিক স্থাপত্যশৈলীর নমুনা দেখতে পাওয়া যাবে ।

বাণিজ্যমন্ত্রী মেহদি গাজানফারি বলেন , বিশ্বমেলা অনেকটা সংস্কৃতি ও সমাজের অলিম্পিক গেমসের মত । আমাদের শ্লোগান হচ্ছে: ইরানের সব শহর অতিথিপরায়ন শহর । সাংহাই বিশ্বমেলা চলাকালে এ শ্লোগানের সত্যতা প্রমাণিত হবে ।

রেকর্ডিং ৩

ইরান ভবনের দর্শক সম্পর্কে তিনি বলেন, আমি বিশ্বাস করি, প্রায় এক কোটি দর্শক ইরান ভবন দেখতে আসবেন । ইরান সাংহাই বিশ্বমেলায় যোগদানের মাধ্যমে বিশ্ব জনগণের কাছে শান্তি অর্জন ও মৈত্রী জোরদারের ইচ্ছা প্রকাশ করবে।

ইরান–চীন সম্পর্ক প্রসংগে গজনফারি বলেন, যে সব দেশে ইরানের পণ্য রফতানি করা হয় পরিমানের দিক থেকে সে সব দেশের মধ্যে চীনের স্থান দ্বিতীয় । যে সব দেশ থেকে ইরান পণ্য আমদানি করে পরিমানের দিক থেকে সে সব দেশের মধ্যে চীনের স্থান তৃতীয় । চীন ইরানের অনেক শিল্প প্রতিষ্ঠানে পুঁজি বিনিয়োগ করেছে । চীনের শিল্পপতিরা ইরানে পুঁজি বিনিয়োগ করতে অত্যন্ত আগ্রহী । ইরান- চীন বাণিজ্য সংস্থা ইরানের সবচেয়ে তত্পর বাণিজ্য সংস্থাগুলোর অন্যতম । ইরান- চীন বাণিজ্য সংস্থা এবার ইরান ভবনে চার শ'বর্গমিটারের একটি প্রদর্শনী কক্ষ ভাড়া করে নিয়েছে । আমি মনে করি, ইরান ও চীনের প্রচুর করণীয় কাজ বাকী রয়েছে । সাংহাই বিশ্বমেলা দু'দেশের গভীর বাণিজ্যিক সম্পর্ক প্রতিষ্ঠার ব্যাপারে ইতিবাচক ভূমিকা পালন করতে পারবে ।

ইরানের গণ মাধ্যমের খবরে বলা হয় , ইরান- চীন বাণিজ্য সংস্থার একটি পরিকল্পনা অনুযায়ী ইরানের প্রায় দু'হাজার শিল্পপতি ও ব্যবসায়ী সাংহাই বিশ্বমেলায় যোগ দেবেন এবং ইরান ভবনের প্রচারের জন্য চীনের সংবাদ মাধ্যমে বিজ্ঞাপন ছাপাবেন ।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040