সাংহাই বিশ্ব মেলা চলাকালে সিচুয়ান প্রদেশের পর্যটন উন্নয়নের বিরাট সম্ভাবনা রয়েছে
2010-04-27 08:48:40 cri
সাংহাই বিশ্ব মেলা চলাকালে সিচুয়ান প্রদেশের পর্যটন উন্নয়নের বিরাট সম্ভাবনা রয়েছে জানা গেছে, দেশবিদেশের প্রায় সাত কোটি পর্যটক সাংহাই বিশ্ব মেলা দেখতে আসবেন । এ সুবর্ণ সুযোগকে কাজে লাগিয়ে ভূমিকম্প-ক্ষতিগ্রস্থ সিচুয়ান প্রদেশের পর্যটন সংস্থা পর্যটন বাজার উন্মুক্ত করে সিচুয়ান প্রদেশের দর্শনীয় স্থান ভ্রমণ করার জন্য বিদেশী পর্যটকদের আকর্ষণের কার্যকর ব্যবস্থা নিচ্ছে । সিচুয়ান প্রদেশের পর্যটন ব্যুরো সূত্র জানায় , সিচুয়ান প্রদেশের গণ সরকার ২০১০সালে সিচুয়ান প্রদেশের পর্যটনের নতুন কর্মসুচী তৈরী করেছে যাতে সিচুয়ান প্রদেশের পর্যটন শিল্পের আয় বহুলাংশে বৃদ্ধি পায় । সাংহাই বিশ্ব মেলার পরিচালনা ব্যুরোর একজন কর্মকর্তা সাংবাদিকদের জানান , সাংহাই বিশ্ব মেলার প্রভাব বাড়ানোর জন্য সাংহাইয়ে গণ সরকার ইয়াংজি নদীর বদ্বীপ ও অববাহিকায় যে ৫৫টি পর্যটন লাইন নির্ধারণ করেছে সিচুয়ান প্রদেশের তুচিয়াংইয়ান , এমেই পর্বত , চিউচাই উপত্যকা , ইয়া আন বৃহত পান্ডা প্রজনন ও গবেষণা কেন্দ্র , উ হৌ মন্দির , প্রাচীন কবি তু ফু'র খামার বাড়ি তাতে স্থান পেয়েছে । এটা সিচুয়ান প্রদেশের পর্যটনের উন্নয়ন-পথ সুগম করবে । তুচিয়াংইয়ান শহর যাতে বিদেশী পর্যটকদের কাছে সুপরিচিত হয়ে ওঠে সেজন্য সাংহাই বিশ্ব মেলার পরিচালনা ব্যুরো তুচিয়াংইয়ান শহর কর্তৃপক্ষ প্রচারের বিশেষ পদক্ষেপ নিয়েছে । সিচুয়ান প্রদেশের পর্যটন ব্যুরোর একজন কর্মকর্তা সাংবাদিকদের এক সাক্ষাত্কারে বলেছেন , সিচুয়ান প্রদেশের রাজধানী ছেং তু শহর দক্ষিণ পশ্চিম চীনের বিমান পরিবহনের কেন্দ্র বিন্দু , ইউরোপ ও দক্ষিণ পূর্ব এশিয়ার অনেক শহরের সংগে ছেং তু শহরের সরাসরি বিমান ফ্লাইট রয়েছে । দেশবিদেশের অসংখ্য যাত্রী ছেং তু শহরে বিমান বদল করে গন্তব্য স্থানে যায় । তাই সাংহাই বিশ্ব মেলা দেখার আগে বা পরে সিচুয়ান প্রদেশ ভ্রমণ করতে দেশবিদেশের দর্শকদের আকর্ষণ সৃষ্টির বিরাট সম্ভানা রয়েছে । সিচুয়ান প্রদেশের খাংহুই পর্যটন সংস্থার জেনারেল ম্যানেজার চেন চুন সাংবাদিকদের জানিয়েছেন , বিভিন্ন মহলের মানুষের চাহিদা মেটানোর জন্য তার সংস্থা সাংহাই বিশ্ব মেলা দেখা , বিশেষ ট্রেনে সাংহাই ভ্রমণ , বৃদ্ধবৃদ্ধাদের সাংহাই ভ্রমণ , গ্রীষ্মকালিন শিবিরসহ পর্যটনের রকমারি কর্মসূচী তৈরী করেছে । সাংহাই বিশ্ব মেলা দেখার জন্য তার সংস্থার প্রথম যে পর্যটক দলটি ২৯ এপ্রিল চেংতু থেকে রওয়ানা হবে তার সদস্যসংখ্যা পাঁচ শ'। বহু নাগরিক ইতোমধ্যে প্রথম দলের সদস্য হয়ে সাংহাই যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন ।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা