সাংহাই বিশ্ব মেলার উদ্বোধনী অনুষ্ঠান ৩০ এপ্রিল সন্ধ্যা ৮টা থেকে ১০টা পর্যন্ত সাংহাইয়ে অনুষ্ঠিত হবে। চীন আন্তর্জাতিক বেতার চীনা ও ইংরেজী ভাষাসহ ৩০টিরও বেশি ভাষায় সরাসরি তা সম্প্রচার করবে।
সি আর আইর চীনা ও ইংরেজী ভাষার রেডিও ও ওয়েবসাইটে এ অনুষ্ঠান প্রচারিত হবে। যুক্তরাজ্য , জাপান , উত্তর কোরিয়া , মালয়েশিয়া , আরব , রাশিয়া , ফ্রান্স, স্পেন , পর্টুকি ও ইতালির ভাষায় সরাসরি টেলিকাষ্ট করবে। বাংলা, নেপালী, হিন্দি ভাষাসহ২০টি ভাষার ওয়েবসাইটে আলোকচিত্র ও প্রবন্ধের মাধ্যমে এ অনুষ্ঠান সরাসরি প্রচারিত হবে। (শুয়েই ফেইফেই)