|
অতীত থেকে বর্তমানে শ্রীলংকার বিবর্তন শ্রীলংকা ভবনের প্রতিপাদ্য।
শ্রীলংকা ভবনের বহির্দেয়ালে দুটি বড় হাতি আঁকা হয়েছে ।
শ্রীলংকা ভবনের প্রধান কক্ষের সিলিংয়ের ওপারে মোম ব্যবহার করে যে নকশা করা হয়েছে তা অপূর্ব সুন্দর । দেয়ালে সাজানো হয়েছে শ্রীলংকার জাতীয় পতাকা ।
শ্রীলংকা ভবনে প্রধানত: শ্রীলংকার পাঁচটি বিখ্যাত ঐতিহাসিক শহরের পরিচয় দেয়া হবে , নতুন শৈল্পিক উপায়ে শ্রীলংকার ইতিহাস চিত্রিত করা হবে এবং উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত শহরের সম্পদ রক্ষার মূল্যবান অভিজ্ঞতা বর্ণনা করা হবে ।
শ্রীলংকা ভবনে শ্রীলংকার যে নগর উন্নয়নগতি প্রদর্শিত হবে তা থেকে অন্যান্য দেশ অনেক কিছু শিখতে পারবে ।
গত ২৬ ফেব্রুয়ারী চীনে শ্রীলংকার রাষ্ট্রদূত করুণাতিলক অমুনুগাম সাংহাই বিশ্ব মেলার প্রদর্শন ব্যুরোর উপমহাপরিচালক হু জিন চুনের সংগে ১৮ জুলাই শ্রীলংকার জাতীয় ভবন দিবস পালনের কর্মসূচী নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করেছেন ।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |