Web bengali.cri.cn   
বাংলাদেশ ভবন
  2010-04-20 08:59:59  cri

বাংলাদেশ ভবন সাংহাই বিশ্ব মেলার 'ক'এলাকায় এশীয় যৌথ ভবনের একটি অংশ।

সোনালি বাংলার আদর্শ ও উন্নয়ন বাংলাদেশ ভবনের প্রতিপাদ্য।

২০০৭ সালের অগস্ট মাসে বাংলাদেশ সরকার সাংহাই বিশ্ব মেলায় অংশগ্রহণের সিদ্ধান্ত নেয় ।

বাংলাদেশ ভবনের প্রবেশদ্বারের কাছে যে ঐতিহ্যিক রংগীন ছবি আঁকা হয়েছে তা অনবদ্য । বাংলাদেশ ভবনের ভেতরের দেয়ালের নকশা বাংলাদেশের নিজস্ব বৈশিষ্ট্যের পরিচায়ক । একটি ছোটো ভাস্কর্যকর্ম , বাংলাদেশের নতুন শহরের সুন্দর ছবিগুলো এবং ঐতিহ্যবাহী অট্টালিকার মডলের সমাবেশে ভবিষ্যতের সংগে বাংলাদেশের ঐতিহ্যের যোগসূত্র বিধৃত হয়েছে ।

দেয়ালে বাংলাদেশের যে বিচিত্র ছবিগুলো সাজানো হয়েছে তাতে বাংলাদেশের জাতীয় রীতিনীতি প্রতিফলিত হয়েছে ।

বাংলাদেশ ভবনের রেঁস্তোরায় বাংলাদেশের বিশেষ স্বাদের রকমারি খাবার সরবরাহ করা হবে ।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040