Web bengali.cri.cn   
সাংহাই বিশ্ব মেলার আন্তর্জাতিক বেতার কেন্দ্রে ২৭ এপ্রির বিশ্বের সংবাদ মাধ্যমের জন্য সেবা প্রদান করবে
  2010-04-19 18:45:05  cri
সাংহাই বিশ্ব মেলা সমন্বয় ব্যুরোর উপমহাপরিচালক চু ইয়ো লেই জানিয়েছেন, সাংহাই বিশ্ব মেলার আন্তর্জাতিক বেতার কেন্দ্র স্থাপিত হয়েছে। এ কেন্দ্র ২৭ এপ্রিল থেকে সারা বিশ্বের সংবাদ মাধ্যমকে সেবা প্রদান করবে। এছাড়া সাংহাই বিশ্ব মেলা সারা বিশ্বের সংবাদ মাধ্যমের দৃষ্টি আকর্ষণ করেছে। আন্তর্জাতিক পর্যায়ের বেশ কয়েকটি খ্যাতনামা সংবাদ মাধ্যম বিশ্ব মেলা অঞ্চলের সরাসরি সম্প্রচার এবং উদ্বোধনী অনুষ্ঠানের সংকেত পাওয়ার জন্য আবেদন জমা দিয়েছে।

সাংহাই বিশ্ব মেলার আন্তর্জাতিক বেতার কেন্দ্র স্থাপন ও পরিচালনা প্রকল্প স্বাক্ষর অনুষ্ঠানে চু ইয়ো লেই এ কথা বলেছেন। তিনি বলেন, বর্তমানে মোট ১৪টি দেশ-বিদেশী সংবাদ মাধ্যম স্টুডিও ভাড়া করে সরঞ্জাম স্থাপন করেছে। বি.বি.সি, সি.এন.এন, এন.এইচ.কেসহ আন্তর্জাতিক পর্যায়ের বেতার ও টেলিভিশন বিশ্ব মেলা অঞ্চলে সরাসরি সম্প্রচারের জন্য আবেদন জমা দিয়েছে। রয়টার্স ও এ.পি টেলিভিশন নেটওয়ার্কও উদ্বোধনী অনুষ্ঠানের সংকেত পেয়ে ৫০০টিরও বেশি টেলিভিশনের সরাসরি সংবাদ সম্প্রচারের লক্ষ্যে বিশ্ব মেলার আন্তর্জাতিক বেতার কেন্দ্রের কাছে আবেদন জমা দিয়েছে।

এ কেন্দ্র বিশ্ব মেলা অঞ্চলের বিশ্ব মেলা কেন্দ্রের চারতলায় অবস্থিত। যার আয়তন তিন হাজার পাঁচশ' বর্গমিটার। (রুবী)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040