২০১০ সালের সাংহাই বিশ্বমেলা মেধাস্বত্ব সপ্তাহের উদ্বোধনী অনুষ্ঠান ১৫ এপ্রিল সাংহাই বিশ্বমেলা ব্যুরো'র দপ্তরে অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠান আয়োজনের উদ্দেশ্য হল বিশ্বমেলার মেধাস্বত্ব রক্ষা, নাগরিকদের পাইরেসি প্রতিরোধের চেতনা জোরদার করা এবং মেধাস্বত্ব রক্ষা করা।
সাংহাই মেধাস্বত্ব কমিশনের মহাসচিব, সাংহাই মেধাস্বত্ব ব্যুরোর প্রধান লুই কুও ছিয়াং সাংহাই শিল্প প্রতিষ্ঠান ও নাগরিকদের পাইরেসি প্রতিরোধ, উদ্ভাবনী চেতনার উন্নয়ন এবং মেধাস্বত্বের প্রতি সম্মান প্রদর্শনের আহ্বান জানিয়েছেন।
বিশ্বমেলা চলাকালে মেলা বাগানে অংশগ্রহণকারীদের মেধাস্বত্ব সেবা কেন্দ্র স্থাপন করা হয়েছে। এ কেন্দ্র বিশ্বমেলার অংশগ্রহণকারীদের বিস্তারিত মেধাস্বত্ব সম্পর্কিত বিভিন্ন ধরনের সেবা দেবে। (শুয়েই ফেইফেই)