Web bengali.cri.cn   
সাংহাই বিশ্ব মেলার মাধ্যমে বেলজিয়াম ও চীনের ভবিষ্যত সহযোগিতা আরো জোরদার হবে
  2010-04-15 20:44:50  cri

প্রিয় শ্রোতাবন্ধুরা , সাংহাই বিশ্ব মেলার উদ্বোধনের দিন ঘনিয়ে আসছে । স্বাগতিক দেশ চীনের বিভিন্ন ধরণের প্রস্তুতিমূলক কাজ এখন সুশৃখলভাবে চলছে । পাশাপাশি এ বিশ্ব মেলায় অংশ নেয়া বিভিন্ন দেশ ও অঞ্চলও সক্রিয়ভাবে প্রস্তুতি নিচ্ছে । তারা আশা করে যে , সাংহাই বিশ্ব মেলার এ প্ল্যাটফর্মকে কাজে লাগিয়ে বিশ্বের সামনে তারা নিজ নিজ দেশের একক নেপথ্য তুলে ধরতে পারবে । সাংহাই বিশ্ব মেলায় বেলজিয়ামের অংশগ্রহণের অবস্থা জানার জন্য বেলজিয়ামে চীন আন্তর্জাতিক বেতারের সংবাদদাতা সম্প্রতি সাংহাই বিশ্ব মেলায় বেলজিয়াম সরকারের মুখ্য প্রতিনিধি লেও দেলক্রোইক্সের বিশেষ সাক্ষাত্কার নিয়েছেন। এখন শুনুন তার পাঠানো একটি প্রতিবেদন।

বেলজিয়াম রাজধানি ব্রাসেলস ও পূর্বাঞ্চলের শহর লেইগে পর পর তিনবার বিশ্ব মেলার আয়োজন করে। বেলজিয়ামের উন্নয়নে এ কয়েকটি বিশ্ব মেলার সুদূরপ্রসারী প্রভাব পড়েছে। তার মধ্যে বিশেষভাবে ১৯৫৮ সালের ব্রাসেলস বিশ্ব মেলার জন্যে নির্মিত "আণবিক গোলার্ধ টাওয়ার" বর্তমানে ব্রাসেলস শহরের একটি ভিজিটিং কার্ডে পরিণত হয়েছে।

সাংহাই বিশ্ব মেলা সম্পর্কে দেলক্রোইক্স জানিয়েছেন, বেলজিয়াম প্যাভিলিয়নের আয়তন ৫ হাজার ৮০০ বর্গমিটার। তার মধ্যে ১ হাজার বর্গমিটার প্রদশনী কক্ষ ই ইউ' প্রদর্শনী কক্ষ হিসেবে জনসাধারণের জন্যে উন্মুক্ত রাখা হবে। কেন না, ই ইউ'র সদর দফতর বেলজিয়ামের রাজধানি ব্রাসেলসে অবস্থিত এবং এ বছরের শেষার্ধে বেলজিয়াম হবে ই ইউ'র পালাক্রমিক চেয়ারম্যান দেশ। বেলজিয়াম প্যাভিলিয়নের "মস্তিষ্কের সেলের" কাঠামোর ডিজাইন ধারণা ইউরোপের স্নায়ুর কেন্দ্র হিসেবে বেলজিয়ামের ভূমিকার পরিচায়ক। দেলক্রোইক্স বলেন, বেলজিয়াম প্যাভিলিয়ন এখন চূড়ান্ত পর্যায়ের প্রস্তুতিমূলক কাজ চালিয়ে যাচ্ছে। তিনি বলেন,

বেলজিয়াম প্যাভিলিয়নের প্রধান স্থাপত্যের কাজ ইতোমধ্যেই সম্পন্ন হয়েছে। এখন প্যাভিলিয়নের ভেতরের সাজসজ্জা এবং পরীক্ষা-নিরীক্ষার কাজও সুষ্ঠুভাবে চলছে। সমস্ত কাজকর্ম ২০ এপ্রিল শেষ হবে বলে অনুমান করা হচ্ছে। তারপর সাংহাই বিশ্ব মেলা ব্যুরোর সহযোগিতায় আমরা আনুষ্ঠানিক উদ্বোধনের দশ দিন আগে পরীক্ষামূলকভাবে পরিদর্শনের জন্যে দর্শকদের আমন্ত্রণ জানাবো। আমার বিশ্বাস, আগামী ১ মে সাংহাই বিশ্ব মেলার উদ্বোধনের সময় বেলজিয়াম প্যাভিলিয়ন অবশ্যই তার সুন্দর চেহারা প্রদর্শন করতে সক্ষম হবে।

সাংহাই বিশ্ব মেলার প্রতিপাদ্য হচ্ছে শহর জীবনকে আরো সুন্দর করে তোলা। বেলজিয়াম প্যাভিলিনের নির্মাণ ও সাজসজ্জায়ও নগর নির্মাণে টেকসই উন্নয়নের নীতি অনুসরণ করা হয়েছে।

দেলক্রোইক্স বলেন, সাংহাই বিশ্ব মেলা ব্যুরোর ঘনিষ্ঠ সহযোগিতায় বেলজিয়াম প্যাভিলিয়নের নির্মাণ কাজ সুষ্ঠুভাবে চলেছে। তিনি বলেন,

সাংহাই বিশ্ব মেলা ব্যুরোর সহকর্মীরা সত্যিই চমত্কার। আমিসহ বেলজিয়াম প্যাভিলিয়নের কর্মীরা বিশ্ব মেলা ব্যুরোর চীনা সহকর্মীদের সঙ্গে ভালো সহযোগিতার সম্পর্ক বজায় রেখেছি। বেলজিয়াম প্যাভিলিনের নির্মাণ কাজে তাদের বিপুল প্রয়াসের জন্য ধন্যবাদ জানানোর উদ্দেশ্যে আমরা এপ্রিল মাসের শেষ দিনে অর্থাত সাংহাই বিশ্ব মেলার উদ্বোধনের আগের দিনে তাদের সম্মানে একটি অভ্যর্থনার আয়োজন করবো।

দেলক্রোইক্স বলেন, সাংহাই বিশ্ব মেলা হবে সারা দুনিয়ার কাছে নিজেকে তুলে ধরার একটি সুবর্ণ সুযোগ। বেলজিয়াম আদর্শ আবাসভূমি দিয়ে তার আদর্শ পুঁজি বিনিয়োগের পরিবেশ তুলে ধরবে। তিনি বলেন, সাংহাই বিশ্ব মেলা চলাকালে বেলজিয়ামের কফি বার, বিয়ার বার ও রেস্তোঁরা পরিদর্শনকারীদেরকে বেলজিয়ামের খাঁটি খাবার পরিবেশন করা হবে। চীনে বেলজিয়ামের সুস্বাদু খাবার আনার প্রণালী কড়াকড়িভাবে চীনের সংশ্লিষ্ট আইন ও নিয়মকানুন মেনে চলবে। তিনি বলেন, আমরা নিষ্ঠার সঙ্গে চীনের স্থানীয় নিয়মকানুন মেনে চলবো। এখন আমরা চীনের সংশ্লিষ্ট আইন জানার চেষ্টা করছি।---শি চিং উ

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040