Web bengali.cri.cn   
নরওয়ে ভবন
  2010-04-14 09:06:34  cri

সাংহাই বিশ্ব মেলার ফুতং " গ‍" এলাকায় অবস্থিত নরওয়ে ভবনের আয়তন ৩ হাজার বর্গমিটার । ২০০৯ সালের ২ ডিসেম্বর নরওয়ে ভবনের ছাঁদ স্থাপন উপলক্ষে আয়োজিত এক বিশেষ অনুষ্ঠানে নরওয়ের শিল্পীরা লোকসংগীত ও লোকনৃত্য পরিবেশন করেছিলেন । তাঁদের পরিবেশিত সুললিত সংগীত শুনে অতিথিরা গভীরভাবে মুগ্ধ হয়েছিলেন ।

নগর উন্নয়নের প্রক্রিয়ায় নরওয়ে প্রাকৃতিক সম্পদের বারংবার ব্যবহারের ওপর গুরুত্ব আরোপ করে পরিবেশ সংরক্ষণে উল্লেখযোগ্য অবদান রেখেছে । নরওয়ের জনগণ প্রকৃতিকে ভালবাসে এবং প্রকৃতির সৌন্দর্য অক্ষুন্ন রাখতে সবসময় সচেষ্ট। তাঁরা সাংহাই বিশ্ব মেলার মাধ্যমে অন্যান্য দেশকে তাঁদের অনুপম নগর জীবন যাপনের মূল্যবান অভিজ্ঞতার ভাগ নেয়ার সুযোগ দেবেন ।

নরওয়ে ভবনের ১৫টি থাম দেখতে বৃহদাকারের পাইন গাছের মত। নরওয়ে ভবনের নকশাকারী রেইনহার্ড ক্রফ ও তাঁর স্ত্রী সিভ হেলেন স্ট্যান্জল্যান্ড এ প্রসংগে সাংহাই বিশ্ব মেলার ওয়েব সাইটের সাংবাদিকদের জানিয়েছেন , এ ১৫টি পাইন গাছের উচ্চতা সমান নয় । প্রতিটি গাছের মূল মাটির নীচে এবং ডালপালা শূণ্যে বিস্তারিত । ১৫টি পাইন গাছের শীর্ষে যে ছাঁদ তৈরী হয়েছে তা দেখতে চীনের ড্রাগনের মত ।

প্রকৃতির বর প্রাপ্ত নরওয়ে হলো নরওয়ে ভবনের মূল বিষয় । নরওয়ে ভবনের পর্দায় দীর্ঘ উপকূল , বিশাল বন এবং উত্তর মেরুর প্রাকৃতিক দৃশ্য প্রদর্শিত হবে এবং প্রকৃতির কাহিনী শোনানো হবে ।

নরওয়ে ভবনে প্রবেশ করলেই দর্শকদের চোখে পড়বে সমুদ্রের বালু তীর । নরওয়ে কীভাবে সৌর শক্তি, বায়ু শক্তি ও তরঙ্গ শক্তির মত অফুরন্ত প্রাকৃতিক সম্পদ ব্যবহার করে নাগরিকদের জীবন মানের উন্নতি সাধন করেছে এবং শহরের বাতাস পরিস্কার রাখতে পেরেছে দর্শকরা তা জানতে পারবেন । উত্তর মেরু নামক প্রদর্শনী কক্ষে সাজানো পণ্যদ্রব্য দেখে নরওয়ের খাদ্যের নিরাপত্তা ও পুষ্টি নিশ্চিত ও জলবায়ু নির্মল রাখার সাফল্যও জানা যাবে ।

নরওয়ে ভবন নিষিদ্ধ দুর্গ নয় , তার কোনো বহির্দেয়াল নেই । দর্শকরা ইচ্ছামত ভেতরে ঢুকে নরওয়রের মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারবেন । সন্ধ্যা নামলে সিলিংয়ে প্রদর্শিত উত্তর মেরু জ্যোতি দেখতে পাবেন ।

রেইনহার্ড ক্রফ চীনা সাংবাদিকদের জানিয়েছেন , থাম হিসেবে নরওয়ে ভবনের ১৫টি পাইন গাছ সহজেই অপসারণ করা যায় । মেলা শেষে এ ১৫টি পাইন গাছ চীনের ১৫টি শহরকে উপহার দেয়া হবে ।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040