|
আনহুই প্রদেশের পোচিংওয়ান স্কুলের ছাত্র কুয়ান কে ছি সাংহাই বিশ্ব মেলার প্রচার অভিযানের অংশগ্রহণকারী হিসেবে অধীর আগ্রহের সংগে রাস্তায় দাঁড়ানো একজন ভদ্র মহিলাকে বলে: " মাসিমা, সাংহাই বিশ্ব মেলা ২০১০ সালের পয়লা মে থেকে ৩১ অক্টোবর পর্যন্ত মোট ১৮৪দিন ধরে অনুষ্ঠিত হবে । সুন্দর নগর জীবনই এ মেলার মূল বিষয়। এ মেলার কল্পিত মঙ্গলময় প্রাণী কী , আপনি জানেন? আপনাকে বলে দিচ্ছি এ কল্পিত মঙ্গলময় প্রাণীর নাম হলো হাইবাও । এ মেলার প্রতীকচিহ্ন দেখে মনে হয় , তিনজন মানুষ কোলাকুলি করছে । কিন্তু এর প্রকৃত অর্থ হলো 'জগত' " ।
সাংহাই বিশ্ব মেলার প্রচারপত্র বোঝাই করা চারটি গাড়ির আনহুই প্রদেশে আসার খবর পেয়ে কুয়ান কে ছি ও তার সহপাঠীরা মিলে একটি প্রচার দল গঠন করে এবং পথচারীদের মধ্যে সাংহাই বিশ্ব মেলার তথ্যবহুল প্রচারপত্র বিতরণ করে ।
সে বলে , সাংহাই বিশ্ব মেলা শিগগিরই শুরু হচ্ছে , আমরা আশা করি , আনহুই প্রদেশের প্রচুর লোক টিকিট কিনে সাংহাই বিশ্ব মেলা দেখতে যাবে ।
কুয়ান কে ছি ও তার সহপাঠীরা হয়তো জানে না , সাংহাই বিশ্ব মেলায় মানবজাতির সর্বাধুনিক বিজ্ঞান ও প্রযুক্তি এবং সুদীর্ঘ ইতিহাস ও সুউজ্জ্বল সংস্কৃতি প্রদর্শিত হবে । তবে তাদের বাবা-মা মনে করেন , সাংহাই বিশ্ব মেলার প্রচার অভিযানে অংশ নিলে ভবিষ্যতে নগর উন্নয়ন সম্পর্কে তাদের প্রাথমিক জ্ঞান অর্জন আরো গভীর করা সম্ভব হবে ।
কুয়ান কে ছি'র মা মাদাম লিসিন বলেন , আমরা মনে করি , যতটা সম্ভব আমাদের ছেলেমেয়েদের সামাজিক তত্পরতায় অংশ নেয়া উচিত। কারণ তারাও চীনা সমাজের ক্ষুদে অংশীদার।
সাংহাই থেকে চিয়াংসু প্রদেশের রাজধানী নানচিং শহরে যেতে মাত্র দু'ঘন্টা সময় লাগে ।বিশ্ব মেলার প্রচার অভিযানের গাড়ি নানচিং শহরে পৌঁছার সংগে সংগে সত্তর বছর বয়স্কক ওয়াং কে ও তার স্ত্রী নানা বিষয়ে প্রচার অভিযান কর্মীদের কাছ থেকে খোঁজ খবর নিয়েছেন ।
মি: ওয়াং কে বলেন , আমি ও আমার স্ত্রী ওয়েবসাইট দেখে জানতে পেরেছি যে , প্রায় সব ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে । টিভি অনুষ্ঠান দেখে জানতে পেয়েছি ,কোন দেশের ভবনের কী বৈশিষ্ট্য রয়েছে ।
চিয়াংসু প্রদেশের আদর্শ গ্রাম –হুয়াসি গ্রামে , হোনান প্রদেশের চেংচৌ শহরের খ্যাতনামা সিনইউয়ান আবাসিক এলাকা এবং চীন বিপ্লবের তীর্থস্থান সি পাই পোতে বিশ্ব মেলার জনপ্রিয়তা বৃদ্ধির যে তিনটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে তাতে আশানুরূপ সাফল্য অর্জিত হয়েছে ।
সিনইউয়ান আবাসিক এলাকার নাগরিক লি হাই থাং সাংবাদিকদের জানিয়েছেন , সাংহাই বিশ্ব মেলা আমাদের জন্য বিশেষ তাত্পর্যপূর্ণ । দেশের বাইরে যাওয়ার সংগতি আমাদের সবার নেই । তবে সাংহাই বিশ্ব মেলা উদ্যান পরিদর্শ করা আমাদের জন্য অনেকটা বিশ্ব ভ্রমণের শামিল ।
সাংহাই বিশ্ব মেলার প্রচার অভিযানের শেষ পর্যায়ে পেইচিংয়ে আয়োজিত একটি সমাপনি অনুষ্ঠানে প্রচার অভিযানের অনেক কর্মীদের চোখ দিয়ে গভীর আবেগের অশ্রু ঝরে পড়েছে।
প্রচার অভিযানে অংশগ্রহণকারী পেইচিংয়ের খাংহুই পর্যটন সংস্থার কর্মচারী ইয়ু চিয়া বলেন , নানা জায়গায যখন আমরা স্থানীয় অধিবাসীদের একের পর এক প্রশ্নের সম্মুখীন হয়েছে এবং তাদের মধ্যে প্রচারপত্র বিলি করেছি তখন আমরা উপলব্ধি করতে পেরেছি যে ,তারা সাংহাই বিশ্ব মেলা সম্পর্কে জানতে অত্যন্ত আগ্রহী ।
সাংহাই বিশ্ব মেলার প্রচার অভিযানের গাড়ির চালক চেং রু চুন বলেন , আমরা সাংহাই ছেড়ে চিয়াংসু,আনহুই ,সানতং হোনান ও হোপেই প্রদেশ এবং কেন্দ্রশাসিত থিয়ানচিন ও পেইচিংয়ের যেখানে গিয়েছি সাংহাই বিশ্ব মেলা সম্পর্কে সেখানকার মানুষের গভীর কৌতুহল ও অপূর্ব উত্সাহ-উদ্দীপনার পরিচয় পেয়েছি ।
জানা গেছে , চীনের জাতীয় পর্যটন সংস্থাও চীনের একশ'টি শহরে সাংহাই বিশ্ব মেলা সংক্রান্ত প্রচার কর্মসূচী গ্রহণ করেছে ।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |