Web bengali.cri.cn   
সাংহাই'র পাতাল রেলের লাইনের সংখ্যা বেড়ে এখন ১১টি
  2010-04-10 17:11:05  cri
সাংহাই পাতাল রেল যোগাযোগের ১০ নং লাইন আনুষ্ঠানিকভাবে ১০ এপ্রিল সকালে চালু হয়েছে। এর ফলে সাংহাই'র পাতাল রেলের সংখ্যা দাঁড়ালো ১১টিতে এবং এর মোট দৈর্ঘ্য হলো ৪২০ কিলোমিটার । এর মধ্য দিয়ে সাংহাইও পাতাল রেলের দৈর্ঘ্য ৪ শ' কিলোমিটার ছাড়িয়ে যাওয়া প্রথম শহরে পরিণত হলো।

বিশ্ব মেলা চলাকালে চলাচলের গুরুত্বপূর্ণ ব্যবস্থা হিসেবে ৫০ শতাংশেরও বেশি পর্যটক এ ১১টি পাতাল রেল লাইনের মাধ্যমে বিশ্ব মেলা পরিদর্শনসহ সাংহাই ভ্রমণ করতে পারবে বলে মনে করা হচ্ছে। খবর সিন হুয়া বার্তা সংস্থার । (শুয়েই ফেইফেই)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040