|
বো-আও এশিয়া ফোরামের মহাসচিব লুং ইয়ুং থু ৯ এপ্রিল এ ফোরামের পক্ষ থেকে " নতুন অর্থনৈতিক গোষ্ঠী উন্নয়নের বার্ষিক রিপোর্ট—২০০৯" প্রকাশ করেছেন। রিপোর্টে বলা হয়েছে, গত বছর বিশ্ব অর্থনীতি পুনরুজ্জীবিত হওয়ার প্রবল গতি অভিষ্ট লক্ষ্যের চেয়ে ব্যাপকভাবে বেড়েছে।
রিপোর্টে বলা হয়েছে, গত বছর উন্নত দেশগুলোর অর্থনৈতিক গোষ্ঠীর প্রবৃদ্ধি ৩.২ শতাংশ হ্রাস পেয়েছে। বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধি ছিল ০.৮শতাংশ । গত বছর বিশ্বের অর্থনীতির গুরুতর অবনতি না হওয়া চীন ও ভারতসহ নতুন অর্থনৈতিক গোষ্ঠীর গৃহীত পদক্ষেপের ফসল।
রিপোর্টে আরো বলা হয়েছে, গত বছর চীনের অর্থনৈতিক প্রবৃদ্ধির হার হয়েছে ৮.৭ শতাংশ। আমদানি, বৈদেশিক পুঁজি বিনিয়োগ, বাণিজ্যিক পুঁজি সংগ্রহ এবং পারস্পরিক মুদ্রা বিনিময়সহ বিভিন্ন পদ্ধতির মাধ্যমে অন্য দেশ ও অঞ্চলের অর্থনীতি পুনরুজ্জীবিত হওয়ার জন্য গুরুত্বপূর্ণ চালিকাশক্তি হিসেবে কাজ করেছে। ---ওয়াং হাইমান
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |