চীনের আবহাওয়া বিভাগে বিশ্ব উন্নত মানের আবহাওয়ার পূর্বাভাস দেয়ার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে। সাংহাই বিশ্ব মেলা চলাকালে দেশি-বিদেশি অতিথিদের জন্য জলবায়ুর গুণগত মান, মানবদেহের আরাম অবস্থা, অতিবেগুনী আলোকরশ্মির প্রবলতা, তাপপ্রবাহের পূর্বাভাস ইত্যাদি আবহাওয়া সেবা দেবে।
চীনের আবহাওয়া ব্যুরো ২ এপ্রিল সাংবাদিকদের জানিয়েছে, বিশ্ব মেলা আয়োজনের সময় অর্থাত্ মে থেকে অক্টোবর পর্যন্ত সাংহাইয়ের প্রধান বন্যা ঋতু। সে সময় টাইফুন ও বজ্রপাত ঘটার সম্ভাবনা বেশি। বিশ্ব মেলা চলাকালে নানা উদযাপনী অনুষ্ঠান হবে। সেই জন্য আবহাওয়া পূর্বাভাসের অতি উচু চাহিদা থাকবে। ফলে চীনের আবহাওয়া বিভাগ বিশ্ব মেলা উদ্যানে উন্নত মানের আবহাওয়া অনুসন্ধান ব্যবস্থা প্রতিষ্ঠা করেছে। এর পাশাপাশি বিশ্ব আবহাওয়া সংস্থার নানা দুর্যোগ পূর্বসর্তকতা ব্যবস্থাও সাংহাইয়ে স্থাপিত হয়েছে।
জানা গেছে, ১ এপ্রিল থেকে বিশ্ব মেলা সম্পর্কিত আবহাওয়া সেবা চালু হয়েছে।