|
সাংহাই বিশ্ব মেলা অবিলম্বে শুরু হবে। অনুমান অনুযায়ী, সাংহাই বিশ্ব মেলা দেখতে আসবে ৭ কোটি লোক। সাংহাইয়ের পর্যটন মহল বিশ্ব মেলার আগমনকে স্বাগত জানানোর জন্য এখন প্রস্তুত।
সাংহাই বিশ্ব মেলার নির্ধারিত পর্যটন সংস্থাগুলো ধাপে ধাপে নানা বৈশিষ্ট্রের ভ্রমণ লাইন চালু করেছে। সাংহাই পর্যটন সংস্থার বিশ্ব মেলা বিষয়ক বিভাগের ব্যবস্থাপক চৌ চাও ছুয়ান জানান, 'সাংহাই বিশ্ব মেলা উদ্যান অতি বিশাল। ফলে এক দিনে প্যাভলিয়ন দেখা শেষ হবে না। আমরা বিশ্ব মেলার দিনব্যাপী ভ্রমণ লাইন করেছি। তাতে আমরা কিছু বিশিষ্ট ভবন দেখাবো। তা ছাড়া, দু'দিনব্যাপী ভ্রমণ ও তিন দিনব্যাপী ভ্রমণও রয়েছে। যেমন দু'দিনব্যাপী ভ্রমণে আমরা বিশ্ব মেলার ভবন দেখার পাশাপাশি সাংহাইয়ের চেনহুয়াং মন্দির ও নানচিং সড়ক যেতে পারি। তিন দিনব্যাপী ভ্রমণে সাংহাইয়ের সর্বশেষ নির্মিত বিশ্ব কেন্দ্রে দেখানো যাবে। অর্থাত্ তিন দিন ধরে পর্যটকরা সাংহাইয়ের ওপর মোটামোটি ধারণা পাবেন।'
বিশ্বের বিভিন্ন অঞ্চল থেকে আসা পর্যটকদেরকে নিখুঁত সেবা দেয়ার উদ্দেশ্যে বিশ্ব মেলা চলাকালে দশাধিক ভাষায় পথনির্দেশক সেবা দেয়া হবে। সাংহাই মহানগরের পর্যটন ব্যুরোর উপ-মহাপরিচালক ছেং মেই হোং বলেন, 'আমরা দশ বারোটি বিদেশী ভাষায় সেবা দেব। হাইয়ে তালিকাভুক্ত পথনির্দেশকের সংখ্যা ২০ হাজার। আমরা আশেপাশের প্রদেশের সমর্থনও পেয়েছি। তা ছাড়া সাংহাইয়ে অনেক বিশ্ববিদ্যালয়ের বিদেশী ভাষা বিভাগের অনেক কর্মী ও ছাত্রছাত্রীকে আমাদের প্রতিভাবান ব্যক্তি ভান্ডারে তালিকাভুক্ত করা হয়েছে, যাতে কর্মীর অভাব দেখা দিলে তাদেরকে কাজে লাগানো যায়।'
জানা গেছে, বিশ্ব মেলা আয়োজনের আগে সাংহাইয়ের হোটেলগুলোতে প্রায় ৫ লাখ ৫৭ হাজারটি শয্যা ছিল, যা দিয়ে মোটামুটিভাবে পর্যটকদের থাকার চাহিদা মেটানো যায়। কিন্তু বিশ্ব মেলা চলাকালে পর্যটকদের সংখ্যা দ্রুত বাড়ার সম্ভাবনা মোকাবিলায় সাংহাই প্রথমবারের মতো ৫০০টি 'বিশ্ব মেলা পরিবার' এবং ২০০টি 'বিশ্ব মেলার কৃষক পরিবার' খুলেছে। তা ছাড়া নিকটবর্তী শহরগুলোর সঙ্গে হোটেল লীগ স্বাক্ষর করেছে। এ শহরগুলো বিশ্ব মেলার জন্য আরো ২ লাখ শয্যা সরবরাহ করবে। (ইয়ু কুয়াং ইউয়ে)
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |