|
প্রায় ২০ মিটার উঁটু পাঁচতলা বাঁশের ভবনটির আয়তন ১৬০০ বর্গমিটার । এ ভবনের বহির্দেয়াল বাঁশের ফালায় আবৃত । দূর থেকে দেখে মনে হয় , একটা একটি বাঁশবন । এ বাঁশের ভবনের নকশাকারী , খ্যাতনামা স্থপতি আলেকজান্দ্র জায়েরা সি আর আই'র সংবাদদাতাকে জানিয়েছেন :মাদ্রিদ পৌরসভার অনুরোধে আমরা সেখানে যে এ বাঁশের ভবন নির্মাণ করেছি তা অল্পবেতনভোগী নাগরিকদের ভাড়া দেয়ার জন্য। নকশা তৈরীর সময় আমরা স্থির করলাম যে , আমাদের এমন নির্মাণ উপকরণ বেছে নিতে হবে যা দামে সম্তা এবং পরিবেশ সংরক্ষণের অনুকূল । বাঁশের কথা হঠাত আমাদের মনে এল । সারা বিশ্বে বাঁশ পাওয়া যায় , কিন্তু আধুনিক স্থাপত্য শিল্পে তার ব্যবহার নিতান্তই কম । আসলে বাঁশ হলো চমত্কার নির্মাণ উপরকরণ । বাঁশের ফালা ব্যবহৃত হলে তা প্রখর রোদ থেকে বাড়িঘর রক্ষা করতে পারে ।
ভাড়া দেয়ার জন্য তৈরী বাঁশের ভবনটির নকশা অত্যন্ত বিজ্ঞানসম্মত । প্রচুর বাঁশ ব্যবহারের কারণে নির্মাণের ব্যয় কমে যাওয়ার পাশাপাশি তা পরিবেশ সংরক্ষণেও সহায়তা করেছে ।
মাদ্রিদে নির্মিত বাঁশের একটি আবাসিক ভবনের ৮০টি কক্ষ আছে । তার অনুকরণে সাংহাই বিশ্ব মেলায় নির্মিত একটি বাঁশের ভবনের ভেতরে অনুষ্ঠেয় তত্পরতা প্রসংগে স্পেন ভবনের প্রধান সমন্বয়কারী ইগনাশিয়া নিনো সি আর আই'র সাংবাদিকদের জানিয়েছেন :আমাদের বাঁশের ভবনের একটি প্রদর্শনী কক্ষে মাদ্রিদের স্থাপনা প্রকল্প , নগর উন্নয়ন পরিকল্পনা ,নতুন জ্বালানীর ব্যবহার , মাদ্রিদের প্রসিদ্ধ ইমারত, রাজকীয় মাদ্রিদ ফুটবল দল এবং গরু লড়াইয়ের ছবিগুলো সাজানো হবে।
বাঁশের ভবন থেকে বের হয়ে দর্শকদের চোখে পড়বে একটি উঁচু টাওয়ার । তার চুড়ায় চারটি সৌর শক্তিচালিত পাখা স্থাপিত হওয়ার কারণে স্পেন ভবনের তাপমাত্রা সহজে নিয়ন্ত্রণ করা যাবে । তাই এ টাওয়ারের নাম দেয়া হয়েছে " বায়ু বৃক্ষ "
মাদ্রিদের নাগরিকদের নিম্ন কার্বন জীবন যাপনে বায়ু বৃক্ষ পরীক্ষামূলকভাবে ব্যবহৃত হচ্ছে । বায়ু বৃক্ষর নকশাকারী বেলিন্দা তাতো সি আর আই'র সংবাদদাতার কাছে বায়ু বৃক্ষ নির্মাণের উদ্দেশ্য ব্যাখ্যা করেছেন ।তিনি বলেন , আবাসিক এলাকার তাপমাত্রা ও আর্দ্রতা নিয়ন্ত্রণের শ্রেষ্ঠ উপায় হলো বৃক্ষরোপন ।কিন্তু গাছ বড় হতে অনেক সময় লাগবে । পানি সেচও করতে হবে । তাই আমরা একটি কৃত্রিম বৃক্ষ নির্মাণের উদ্যোগ নিলাম । এ বায়ু বৃক্ষ আবাসিক এলাকার তাপমাত্রা নিয়ন্ত্রণ ও আর্দ্রতা বৃদ্ধিতে সহায়তা করতে পারে ।
তবে সাংহাই বিশ্ব মেলায় নির্মিত বায়ু বৃক্ষ মাদ্রিদের বায়ু বৃক্ষের হুবহু অনুকরণ নয় । সাংহাই বিশ্ব মেলার বায়ু বৃক্ষের চূড়ায় বিদ্যুতের পরিবর্তে যে সৌর শক্তি চালিত কয়েকটি বৃহত পাখা স্থাপিত হয়েছে তার কারণ হলো , গ্রীষ্মকালে সাংহাইয়ের বাতাস অপেক্ষাকৃত আর্দ্র , মাদ্রিদের বাতাসের মত শুষ্ক নয় । সৌর শক্তি চালিত বৃহত পাখা ঘুরতে থাকলে বায়ু চলাচল দ্রুত হবে এবং আশেপাশের বায়ুর আর্দ্রতা কমে যাবে ।
সাংহাই বিশ্ব মেলার স্পেন ভবনের একটি শ্লোগান হচ্ছে: মাদ্রিদই আপনার বাড়ি । প্রধান সমন্বয়কারী ইগনাশিয়া নিনো এ শ্লোগান সম্পর্কে বলেছেন , এ শ্লোগান শুনতে যত সহজ মনে হয়ও তার অর্থ তত সহজ নয় ।তিনি বলেন , আমাদের এ শ্লোগানের তিনটা অর্থ আছে , প্রথমত: বাঁশের ভবন হচ্ছে মাদ্রিদবাসীদের বাড়ি । দ্বিতীয়ত্ব: সাংহাইয়ে স্থানান্তরিত হওয়ার পর তা সাংহাইয়ে মাদ্রিদের বাড়ি হয়েছে । এ বাড়ির মাধ্যমে আমরা মাদ্রিদের সংগে দর্শকদের পরিচয় করিয়ে দিতে পারব । তৃতীয়ত: আমরা আশা করি ,দর্শকরা মাদ্রিদকে তাদের বাড়ি মনে করে পরিবারের মাধুর্য উপভোগ করতে পারবে ।
প্রিয় শ্রোতা বন্ধুগণ , আপনারা যদি প্রত্যক্ষভাবে নিম্ন কার্বন জীবনের পরিচয় পেতে চান তবে সাংহাই বিশ্ব মেলায় বেড়াতে আসবেন ।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |