সাং হাই বিশ্ব মেলার ফ্রান্স ভবন ৬ এপ্রিল থেকে সংবাদমাধ্যমের জন্য তার কিছু কিছু প্রদর্শনী এলাকা উন্মুক্ত করতে শুরু করেছে। এ ভবনের প্রধান প্রতিপাদ্য হচ্ছে " শহরকে উপলন্ধি করা"। যা ধাপে ধাপে তার রহস্যময় পর্দায় উন্মোচিত হচ্ছে। এ পর্যন্ত বিশ্ব মেলার সর্বোচ্চ একক খাত, চীনের জাতীয় ভবন, বিশ্ব মেলার প্রধান ভবন, বিশ্ব মেলার কেন্দ্র এবং বিশ্ব মেলার সাংস্কৃতিক কেন্দ্র ছাড়া, অন্যান্য ভবন নির্মাণের কাজও শেষ হয়েছে।
সাং হাই বিশ্ব মেলা প্রায় আসন্ন। কিছু কিছু দেশের ভবন প্রদর্শনের কাজও পর্যায়ক্রমে প্রকাশ করা হয়। ফ্রান্সের " আন্তর্জাতিক গ্রীষ্মকালীন সংগীত দিবস" ফ্রান্স ভবনে প্রদর্শিত হবে। সেসময় সাং হাই'র পার্ক, মহাচত্বর, বিদ্যালয় এবং সৃজনশীল এলাকায় বিশ্বের বিভিন্ন দেশের সংগীতজ্ঞ ও সংগীত অনুরাগীদের বহুমুখী সংগীত পরিবেশনা উপভোগ করতে পারবেন।----ওয়াং হাইমান