|
ডেনমার্ক ভবনের নাম দেয়া হয়েছে "সুখী জীবন ও রূপকথার আনন্দধাম" । ডেনমার্ক ভবনের অন্তর্ভাগ ও বহির্ভাগ অর্ধবৃত্তাকারের লাইনের দ্বারা সংযুক্ত।
রূপকথা, সাইকেল ও ছোটো মত্স্যকুমারী ডেনমার্ক ভবনের তিনটি প্রধান উপাদান ।
ডেনমার্ক উন্নতমানের সাইকেল উত্পাদনের জন্য বিশ্ববিখ্যাত । সরকারের সরবরাহ করা সাইকেল নাগরিকদের বিনা খরচে চালাতে দেয়ার জন্য রাজধানী কোপেনহেগেন সারা বিশ্বে সুনাম অর্জন করেছে । সাংহাই বিশ্ব মেলা চলার সময় দর্শকরা ডেনমার্ক প্রদর্শনী দলের সরবরাহ করা সাইকেল চালিয়ে ডেনমার্ক ভবনে ঘুরে ঘুরে দেখতে পারবেন ।
ডেনমার্ক প্রদর্শনী দলের একজন কর্মকর্তা সাংবাদিকদের জানিয়েছেন , ডেনমার্ক ভবন দেখতে একটি রূপকথার বইয়ের মত ,তা খুললে দর্শকদের চোখের সামনে ভেসে উঠবে জানতে পারবে , ডেনমার্কের জনগণ কীভাবে জীবন যাপন করেন, কীভাবে আনন্দফুর্তি করেন এবং কীভাবে ভবিষ্যতের স্বপ্ন দেখেন।
তামার ছোটো মত্স্যকুমারী ডেনমার্কের অমূল্য জাতীয় সম্পদ। জানা গেছে, এ ছোটো মত্স্যকুমারী এ বছরের এপ্রিল মাসের শেষ দিকে প্রথমবারের মত তার জন্মস্থান ত্যাগ করে হাজার হাজার পথ অতিক্রম করে সাংহাইয়ে আসবে । ছোটো মত্স্যকুমারী ডেনমার্ক ভবনের কেন্দ্রস্থলে বসে থাকবে । তাকে ঘিরে কৃত্রিম ঝর্ণার যে পানি কলকল করে বয়ে যাবে তা কোপেনহেগেন থেকে আনা হবে । ছোটো মত্স্যকুমারী প্রায় ছ'মাস ধরে প্রতিদিন দর্শকদের সংগে দেখা করবে। তাতে প্রতিফলিত হবে ডেনমার্কের জনগণের দু'দেশের মৈত্রীরবন্ধন জোরদারের অকৃত্রিম বাসনা ।
ডেনমার্কের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এশিয়া বিভাগের একজন কর্মকর্তা সিনহুয়া সংবাদ সংস্থাকে দেয়া এক সাক্ষাত্কারে বলেছেন , শহরের স্বপ্নই ডেনমার্ক ভবনের মূল বিষয় । সাংহাই বিশ্ব মেলা হবে ডেনমার্কের ভাবমূর্তি প্রদর্শনের একটি অনন্য মঞ্চ। তিনি বিশ্বাস করেন , সাংহাই বিশ্ব মেলা নিশ্চয় এমন একটি সফল ও সন্তোষজনক মেলা হবে যা চীনের জন্য বয়ে আনবে বিশ্বজনগণের গভীর শ্রদ্ধা ।
জানা গেছে , সাংহাই বিশ্ব মেলা চলাকালে ডেনমার্ক ভবনের সচিবালয়ের আমন্ত্রণে ডেনমার্কের খ্যাতিমান শিল্পীরা দর্শকদের জন্য ডেনমার্কের জনপ্রিয় নাচগান পরিবেশন করবেন । ডেনমার্ক ভবনের ছাঁদে দর্শকরা ডেনমার্কের বিশেষ বিশেষ সুস্বাদু খাবার খাওয়ারও সুযোগ পাবেন ।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |