Web bengali.cri.cn   
২ এপ্রিল থেকে সাংহাই-এর নিরাপত্তা রক্ষার কাজ যুদ্ধাকালীন অবস্থায় প্রবেশ করেছে
  2010-04-02 19:43:42  cri
চীনের সাংহাই মহানগরের রেল সংস্থায় বিশ্বমেলার নিরাপত্তা রক্ষার কাজ ২ এপ্রিল থেকে যুদ্ধাকালীন অবস্থায় প্রবেশ করেছে । বিশ্বমেলা চলাকালে সাংহাই-এর নিরাপত্তা রক্ষার কাজ পেইচিং অলিম্পিক গেমসের মতো চালু করা হবে । এর সংগে সংগে ১ শ' জন সশস্ত্র বিশেষ পুলিশ সাংহাই রেল স্টেশন ও সাংহাই দক্ষিণ রেল স্টেশনে দিনরাত টহল দিতে শুরু করেছে । বিস্ফোরণ ঠেকানোর জন্য রেল স্টেশনে পুলিশ কুকুরও ব্যবহৃত হচ্ছে । সাংহাই রেল পুলিশ এদিন এ খবর দিয়েছে ।

সাংহাই রেল পুলিশ বলেছে , বিশ্বমেলা চলাকালে পর্যটন ও পরিদর্শনের জন্য প্রায় ৩ কোটি দর্শক সাংহাইয়ে আসবেন বলে অনুমান করা হচ্ছে । রেল পরিবহনের নিরাপত্তা নিশ্চিত করার জন্য রেল গণ নিরাপত্তা বিভাগ নিরাপত্তা রক্ষার বিশেষ ব্যবস্থা ও জরুরি কর্মসূচি প্রণয়ন করেছে । সাংহাই-এ যাওয়ার জন্য বিভিন্ন রেলপথ এবং প্রধান প্রধান রেল স্টেশনে দশ বারোটি চেক পয়েন্ট স্থাপন করা হয়েছে । (থান ইয়াও খাং)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040