বো আও এশিযা ফোরাম'২০১০-এর বার্ষিক সম্মেলনে এশিয়ার অর্থনীতিতে 'সবুজের পুনরুথ্থান' বিষয়ে আলোচনা হবে । এ ফোরামের মহাসচিব লুং ইউন থু ১ এপ্রিল পেইচিংয়ে এ কথা বলেছেন ।
তিনি বলেন , আন্তর্জাতিক আর্থিক সংকটে রফতানি-নির্ভর অর্থনীতির দুর্বলতা এবং পরিবেশ ও সম্পদের চাপ ফুটে উঠেছে । এ থেকে বোঝা যায় , এশিয়ার অর্থনীতি রূপান্তরের খুব প্রয়োজনীয়তা রয়েছে । এ বার্ষিক সম্মেলনে অর্থনৈতিক প্রবৃদ্ধির পদ্ধতি রূপান্তর এবং নিম্ন কার্বন ব্যবহৃত প্রযুক্তি আমদানি ও উন্নয়নের বিষয়ে আলোচনা করা হবে ।
খবরে প্রকাশ , এ বার্ষিক সম্মেলন ৯ থেকে ১১ এপ্রিল পর্যন্ত চীনের হাইনান প্রদেশের বো আও শহরে অনুষ্ঠিত হবে । ২ হাজারেরও বেশি প্রতিনিধি এ সম্মেলনে অংশ নেবেন । (থান ইয়াও খাং)