Web bengali.cri.cn   
সাংহাই বিশ্ব মেলার ইসরাইল ভবন
  2010-03-31 10:47:33  cri

সাংহাই বিশ্ব মেলার 'ক' এলাকায় অবস্থিত ইসরাইল ভবনের নির্মাণকাজ শুরু হয় গত বছরের ২৯ এপ্রিল ।এর আয়তন ১২০০ বর্গমিটার ।এর নকশকারী হলেন হাইম গোতান । ইসরাইল ভবন দেখতে ঠিক দুটো জোড়া হাতের মত ।

দূর থেকে দেখলে মনে হয় , ইসরাইল ভবন যেন একটি বৃহত আকারের শঙখ । উপকূলীয় সাংহাই শহরের সংগে সামঞ্জস্য রেখে ইসরাইল ভবনের নাম দেয়া হয়েছে " সামুদ্রিক শঙখ" ।

চীন ও অন্যান্য দেশের দর্শকদের সামনে ইহুদীদের ঐতিহ্য ও পরিবর্তনশীল সংস্কৃতির চিত্র তুলে ধরা ইসরাইল ভবন নির্মাণের উদ্দেশ্য হলো । তবে ইসরাইল ভবন দেখলে ইহুদীদের সংস্কৃতি ও চীনের সংস্কৃতির মিলও খুঁজে পাওয়া যাবে ।

নতুনত্ব সৃষ্টি করে সুন্দর জীবন গড়ে তোলা ইসরাইল ভবনের মূল বিষয় । ইসরাইল ভবন তিনটি ভাগে বিভক্ত । তা হলো: মর্মরিত বাগান , আলো-কক্ষ ও নতুনত্ব সৃষ্টি কক্ষ ।দশর্ন ও শ্রবনের দিক থেকে দর্শকরা আধুনিক প্রযুক্তিজনিত সৌন্দর্য উপভোগের সুযোগ পাবেন । দর্শকরা মর্মরতানমূখরিত উদ্যানে প্রকৃতির সংগে এবং আলোক-কক্ষে ইহুদীদের ইতিহাসের সংগে কথা বলতে পারে ।

তবে নতুনত্ব সৃষ্টি কক্ষ ইসরাইল ভবনের শ্রেষ্ঠ অঙ্গ । এখানে একটি ত্রিমাত্রিক বৃহত বল-দীপ ৩৬০ ডিগ্রি ঘুরতে ঘুরতে বিভিন্ন ক্ষেত্রে ইসরাইলের বৈজ্ঞানিক গবেষণায় অর্জিত নতুন গুরুত্বপূর্ণ সাফল্য প্রদর্শিত হবে । দর্শকরা বিভিন্ন ক্ষেত্রে ইসরাইলের ভবিষ্যত নতু্ন চ্যালেঞ্জও জানতে পারবে ।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040