Tuesday Apr 22th   2025 
Web bengali.cri.cn   
সাংহাই বিশ্বমেলার উদ্যানের স্থানীয় অধিবাসীদের পুনর্বাসন
  2010-03-30 10:15:41  cri
সাংহাই বিশ্বমেলা উদ্যান যেখানে তৈরী হয়েছে সেখানকার স্থানীয় অধিবাসীরা স্থানান্তরিত হয়েছেন নতুন আবাসিক এলাকায় । চিয়াং চু ফাং এ সব অধিবাসীর মধ্যে একজন ।

চিয়াং চু ফাং বলেন , আমি যে পুরনো বাড়িতে থাকতাম আমাদের পুর্বপুরুষ তা তৈরী করেছিলেন চীনা স্থাপত্যশৈলিতে । সেবাড়ি ছেড়ে যাওয়ার মানে আমাদের পুর্বপুরুষ ছেড়ে যাওয়া ।তাই ছেড়ে যেতে মনে কষ্ট পেয়েছি । তার স্মৃতি হিসেবে পুরনো বাড়ির কয়েকখানা টালি তুলে নিয়ে নতুন বাড়িতে আমার বইয়ের তাকের উপর রেখে দিয়েছি ।

পাইলিয়ানপাং এলাকায় অবস্থিত চিয়াং চু ফাংয়ের পুরনো বাড়ি সপ্তমদশ শতাব্দিতে নির্মিত হয়েছিল । তার মেঝের আয়তন মাত্র পঁঞ্চাশ বর্গমিটার ।

২০০২ সালে বিশ্বমেলা অনুষ্ঠানের অধিকার পাওয়ার পর পরই সাংহাই গণ সরকার পাইলিয়ানপাং এলাকায় বিশ্বমেলা উদ্যান নির্মাণের সিদ্ধান্ত নেয় ।তাই আগে যারা সেখানে থাকতেন তারা সবাই নতুন বাড়িতে উঠতে পেরেছেন ।চিয়াং চু ফাং এ প্রসংগে বলেছেন , আমাদের নতুন আবাসিক এলাকায় সারি সারি সবুজ গাছ ও সুন্দর ফুল আছে , সবসময়ে শোনা যায় পাখির ডাক। আমাদের আবাসিক এলাকার পরিবেশ আরামদায়ক । নিয়মিত বাস সার্ভিস চালু হওয়ার পর বাইরে যেতে আমাদের যথেষ্ট সুবিধা হয়েছে ।

চীনের জাতীয় গণ কংগ্রেসের চলতি বছরের বার্ষিক অধিবেশনে প্রধানমন্ত্রী ওয়ান চিয়া পাও তার সরকারী কার্যবিবরণীতে জনগণের জন্য সুখী জীবনযাপনোর সুযোগ সৃষ্টির ওপর গুরুত্ব আরোপ করেছেন ।

তিনি বলেন : "চীন সরকারের কাজকর্মের একমাত্র উদ্দেশ্য হলো জনগণকে আরো সুখী আরো সম্মানজনক জীবন যাপন করতে দেয়া ।"

টিভি অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ওয়ান চিয়া পাওয়ের কার্যবিবরণী শুনে চিয়াং চু ফাং'র স্বামী মি: চিয়াং বলেন : "পার্টি ও সরকার সবসময় জনসাধারণের জীবনের যত্ন নেয় ।আমাদের জীবনযাত্রার মান অনবরত উন্নত হচ্ছে ।"

সাংহাই বিশ্বমেলা ব্যুরের মহাপরিচালক হং হাও সাংহাই বিশ্বমেলা উদ্যানের স্থানীয় অধিবাসীদের পুনর্বাসন প্রসংগে বলেছেন , সাংহাই বিশ্বমেলা উদ্যানের আয়তন ৫.২৮ বর্গ কিলোমিটার । অতীতে সেখানে ১৮ হাজার পরিবার থাকত। সেখানকার ২৭০টি শিল্পপ্রতিষ্ঠান সাংহাইয়ের পরিবেশ দূষণের অন্যতম প্রধান উত্স ছিল ।

তিনি বলেন : " অতীতে এ ১৮ হাজার পরিবার ২৭০টি কারখানের মাঝখানে থাকত । তাদের মধ্যে কেউ কেউ স্থানান্তরিত হয়েছে ফুতংয়ের সানলিনের নতুন আবাসিক এলাকায় এবং কেউ কেউ স্থানান্তরিত হয়েছে মিংহাংয়ের নতুন আবাসিক এলাকায়। তাদের সবার বাড়ির মেঝের আয়তন দ্বিগুণ বেড়েছে ।"

সানলিনের আবাসিক এলাকায় রয়েছে দৈনন্দিন জীবনের আনুষঙ্গিক স্থপনা ,যেমন হাসপাতাল , চিত্তবিনোদন কেন্দ্র ইত্যাদি । অদূর ভবিষ্যতে সানলিনে সাবওয়ে সার্ভিসও চালু হবে ।

সাংহাই বিশ্বমেলা চীনের জাতীয় গণ কংগ্রেস ও রাজনৈতিক পরামর্শ সম্মেলনের চলতি বছরের বার্ষিক অধিবেশনের একটি আলোচ্য বিষয় ছিল । সাংহাই প্রতিনিধি দলের ছ'জন সদস্য ইনটারনেটের মাধ্যমে নেটিজনদের সংগে সাংহাই বিশ্বমেলা নিয়ে দু'ঘন্টা ধরে আলোচনা করেছেন এবং প্রায় ৫০০টি প্রশ্নের জবাব দিয়েছেন ।

সাংহাই প্রতিনিধি দলের নেতা লিউ ইয়ুন কেং বলেন : " আধুনিক বিজ্ঞানের সাফল্য উপভোগের সুযোগ সাধারণ নাগরিকদের দেয়াই সাংহাই বিশ্বমেলা অনুষ্ঠানের অন্যতম উদ্দেশ্য । গত কয়েক বছরে অসংখ্য সাংহাইবাসীর বাড়িতে নতুন বিদ্যুত-তার এবং পানি ও গ্যাসের নতুন নল বসানো হয়েছে এবং বহু এলাকার পুরনো রাস্তা মেরামত করা হয়েছে । "

চিয়াং চু ফাংয়ের প্রতিবেশী কু মেই ছিং তাঁর আবাসিক এলাকার একজন নামকরা ব্যক্তি। গত সাত বছর ধরে তিনি সক্রিয়ভাবে সাংহাই বিশ্বমেলা সম্পর্কিত নানা কর্মসূচীতে অংশ নিয়েছেন ।

তিনি বলেন : " আমরা স্বপ্নেও রংগিন পতাকাশোভিত বিশ্বমেলার কথা ভাবি । আমরা সবাই বিদেশী পর্যটকদের সহৃয় বন্ধু হওয়ার চেষ্টা করছি যাতে সাংহাই তাদের মনে গভীর ছাপ ফেলতে পারে ।"

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040