Web bengali.cri.cn   
এশিয়ার আঞ্চলিক মূদ্রা বিনিময় কার্যক্রম চালু
  2010-03-26 18:57:26  cri
চীন, জাপান, দক্ষিণ কোরিয়া ও ১০ সদস্য বিশিষ্ট দক্ষিণ-পূর্ব এশীয় আঞ্চলিক জোট এসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান নেশনস্ (আসিয়ান) স্বাক্ষরিত মূদ্রা বিনিময় (কারেন্সি সোয়াপ) চুক্তি কার্যকর হয়েছে।

চীনা কেন্দ্রীয় ব্যাংক 'পিপলস্ ব্যাংক অব চায়না'র ওয়েবসাইটে ২৪ মার্চ প্রকাশিত এক বিবৃতিতে জানা যায়, চুক্তিভুক্ত কোন দেশ স্বল্প মেয়াদে কোন তারল্য ঘাটতির সম্মুখীন হলে এ চুক্তির আওতায় সেই দেশকে আর্থিক সহায়তা দেয়া হবে।

চীন, জাপান, দক্ষিণ কোরিয়া ও আসিয়ান দেশগুলোর অর্থমন্ত্রী ও কেন্দ্রীয় ব্যাংক গভর্নররা এবং হংকং আর্থিক কর্তৃপক্ষের প্রধান গত ডিসেম্বরে থাইল্যান্ডের চিয়াংমাইয়ে ১২০ বিলিয়ন মার্কিন ডলারের এ চুক্তিতে স্বাক্ষর করেন।

বিবৃতিতে বলা হয়, কোন ধরনের তারল্য সংকটের মুখে পড়লে চুক্তিস্বাক্ষরকারী দেশগুলো আঞ্চলিক সঞ্চয় (রিজার্ভ) তহবিলে তাদের জমা রাখা অর্থের পরিমানের সঙ্গে সঙ্গতি রেখে তাদের নিজেদের মূদ্রা মার্কিন ডলারের সঙ্গে বিনিময় করতে পারবে।

চীন ও জাপান প্রত্যেক দেশ এ তহবিলে জমা রেখেছে ৩৮.৪ বিলিয়ন মার্কিন ডলার আর দক্ষিণ কোরিয়া রেখেছে ১৯.২ বিলিয়ন ডলার। দশ-জাতি আসিয়ান জমা রেখেছে ২৪ বিলিয়ন ডলার.

আসিয়ানের সদস্য দেশগুলো হল ব্রুনাই, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, মিয়ানমার, ফিলিপাইন, সিঙ্গাপুর, থাইল্যান্ড ও ভিয়েতনাম।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040