Web bengali.cri.cn   
'আমি ও সিআরআই'র বাংলা অনুষ্ঠান' বিষয়ক রচনা প্রতিযোগিতার বিজয়ী শ্রোতার নাম তালিকা
  2010-03-26 16:42:02  cri
'আমি আর সিআরআই'র বাংলা অনুষ্ঠান' বিষয়ক রচনা প্রতিযোগিতার বিজয়ী শ্রোতাকে আমরা নির্বাচন করেছি। এখন আমি তাঁদের নাম ঘোষণা করবো। প্রথম পুরস্কার লাভকারী মোট ১০জন। তাঁরা হলেন, বাংলাদেশের ঝিনাইদহ জেলার ব্রাদারহুড রেডিও লিসেনার্স ক্লাবের সভাপতি সাজ্জাদ হোসেন রিজু, বাংলাদেশের বগুড়া জেলার প্রিয় জন্মভূমি বেতার সংঘের প্রতিষ্ঠাতা সম্পাদক এম,মিনহাজ উদ্দিন বিপুল, বাংলাদেশের ঝেনিদাহ জেলার সিআরআই লিসনার্স ক্লাবের চেয়ারম্যান এম,বি,জামান সিদ্দিকি, বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার গ্লোবাল রেডিও লিসনার্স ক্লাবের সভাপতি প্রফেসর আশরাফুল ইসলাম, বাংলাদেশের সুনামগন্ঞ্জম জেলার সুনামগন্ঞ্জ সরকারী মহিলা কলেজের শাহাদত হোসেন, বাংলাদেশের চাঁপাইনবাবগন্ঞ্জ জেলার সোনামাসনা গ্রামের বরেন্দ্র বেতার শ্রোতা সংখের মাস্টার আব্দুল মান্নান, বাংলাদেশের শেরপুর জেলার কনজাংশন রেডিও লিসনার্স ক্লাবের অলক কুমার দে, ভারতের পশ্চিম বঙ্গের মুর্শিদপুর জেলার ইয়ৌথ রেডিও ক্লাবের প্রেসিডেন্ট জিওটসনা বানু, ভারতের পশ্চিম বঙ্গের নদীয়া জেলার ডাকঘর গ্রামের পার্থ দত্ত এবং ভারতের পশ্চিম বঙ্গের বর্ধমান জেলার ইন্টারন্যাশনাল মিতালি লিসনার্স ক্লাবের হাফিজুর রহমান। দ্বিতীয় পুরস্কার লাভকারী মোট ২০জন। তাঁরা হলেন, বাংলাদেশের কিশোরগন্ঞ্জ জেলার অম্বেষা বেতার শ্রোতা সংঘের সভাপতি আশরাফুর ইসলাম, বাংলাদেশের রংপুর জেলার গোয়ালু ডিএক্স রেডিও লিসেনার্স ক্লাবের চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান, বাংলাদেশের রাজবাড়ী জেলার দিগন্ত ওয়ার্ল্ড রেডিও ডিএক্স ক্লাবের সভাপতি মনিরুল ইসলাম, বাংলাদেশের ঝিনাইদহ জেলার আই.ডি.এম ফ্যান ক্লাবের শ্রীসুকদেব কুমার ঘোষ, বাংলাদেশের কিশোরগন্ঞ্জ জেলার জয়সিদ্ধি গ্রামের অন্বেষা বেতার শ্রোতা সংঘের শাহাবুল ভূঞা, বাংলাদেশের জামালপুর জেলার ব্রাইটলাইফ ওয়ার্ল্ড রেডিও ফ্যান ক্লাবের সভাপতি সুরুজ্জামান তরফদার, বাংলাদেশের সুনাসগন্ঞ্জ জেলার হাছননগরের শরিফা আক্তার পান্না, বাংলাদেশের নওগাঁ জেলার সৌর্স অব নৌলেজ ক্লাবের প্রেসিডেন্ট খোন্দাকার রাফিকল ইসলাম, বাংলাদেশের পাবনা জেলার সিআরআই ফ্যান ক্লাবের এস,এম,আব্দুল্লাহ রানা, বাংলাদেশের ফরিদপুর জেলার ওয়াল্র্ড রেডিও লিসনার্স ক্লাবের জেনারেল সেক্রেটারী এস,এম, গোলাম সারোয়ার, বাংলাদেশের নাটোর জেলার সিআরআই কলেজ ডিক্স ক্লাবের মালমান মল্লিক, বাংলাদেশের পাটোয় জেলার ডাড়মাটি মাধ্যমিক বিদ্যালয়ের রীপা মল্লিক, বাংলাদেশের সাতক্ষীরা জেলার নকিপুর জমিদার বাড়ীর শিক্ষিকা গুলশান আরা, বাংলাদেশের সাইবান্ধা জেলার সুন্দরগন্চ থানার পোষ্ঠ গ্রামের এ,কে,এম শরিফুল ইসলাম, বাংলাদেশের চুয়াডাঙ্গা জেলার গ্লোবাল রেডিও লিসনার্স ক্লাবের সাদিয়া মুনমুন, ভারতের পশ্চিম বঙ্গের মুশিদাবাদ জেলার ভ্রাতৃ রেডিও লিসনার্স ক্লাবের এস,এম,জাকির হোসেন, ভারতের পশ্চিম বঙ্গের বর্দমান জেলার রেডিও শ্রোতা সংঘের অজয় কুমার সরকার, ভারতের পশ্চিম বঙ্গের বর্ধমান জেলার পূর্বস্থলী থানার চুপী গ্রামের জাহির আব্বাস মোল্লা, ভারতের পশ্চিম বঙ্গের নগাঁও জেলার ছেক্রেটারী ফ্রেইন্ডছ ডিএক্স ক্লাবের আব্দুর রশ্বিদ আনছাবী এবং ভারতের পশ্চিম বঙ্গের হোউরাহ জেলার অমিত ভাট্টাচারইয়া। তৃতীয় পুরস্কার লাভকারীর সংঘ হল ৩০। তাঁরা হলেন, বাংলাদেশের চুয়াডাংগা জেলার উথালি রাইল পারা রেডিও পেইচিং লিসনার্স ক্লাবের জেনেরাল সেক্রেটারি হাইদারুল ইসলাম, বাংলাদেশের চাপাই নবাবগন্ঞ্জ জেলার রামচন্দ্রপুর হাটের শাহাদাত হুসাইন, বাংলাদেশের ঝিনাইদহ জেলার ডিএক্স রেডিও ফ্যান ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন, বাংলাদেশের ভালা জেলার তজুমদ্দিন থানার জি,এস,রেডিও শ্রোতা ক্লাবের দসভাপতি এম,এইচ,রনি, বাংলাদেশের সাতক্ষীরা জেলার কালিগন্ঞ্জ উপজেলার ওডাক খড়িতলা গ্রামের শেখ জিয়াউর রহমান, বাংলাদেশের নাটোর জেলার নাসির উদ্দিন তালুকদার কলেজের রুমানা আফরোজ মল্লিক, বাংলাদেশের ঝিনাইদহ জেলার শ্রীপুর মাধ্যমিক বিদ্যালয়ের অফিস সহকারী আব্দুল খালেক, বাংলাদেশের ঝিনাইদহ জেলার হরিনাকুন্ডু থানার শ্রীপুর গ্রামের মুনিব আলী, বাংলাদেশের নাটোর জেলার নাসির উদ্দিন তালুকদার মহাবিদ্যালয়ের সহাকরী অধ্যাপক মহিমা মল্লিক, বাংলাদেশের সাটখিরা জেলার কুমারনল কোমিউনিটি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা শিরীন সুলতানা বি,এড, বাংলাদেশের পাবনা জেলার পাছশুয়াইল রেডিও শ্রোতা ক্লাবের সম্পাদক এস,এম,এ,হান্নান, বাংলাদেশের রাজশাহি জেলার বাংলাদেশ ব্যাংকের জুবেদা বেগম, বাংলাদেশের ময়মনসিংহ জেলার নান্দাইল থানার নান্দাইল রোড বাজারের মোহাম্মদ জুলহাস, বাংলাদেশের পাবনা জেলার হারিপুর বাজার আন্তর্জাতিক রেডিও লিসনার্স ক্লাবের আবু হানিফা, বাংলাদেশের ঝিনাইদহ জেলার আবন্দুলবাড়ীয়া গ্রামের নূরজাহান খাতুন, বাংলাদেশের পাবনা জেলার সিআরআই শ্রোতা সংখের ডিরেক্টার রাফিকল আজিজ বুলু, বাংলাদেশের নওগাঁ জেলার কাশিপুর গ্রামের সিআরআই লিসেনার্স ক্লাবের পরিচালক ফরহাদ হোসেন, বাংলাদেশের রাজশাহী জেলার লক্ষীপুরমোড় থানার বিসমিল্লাহ সুপার মার্কেটের মোহাম্মদ আব্দুর রহিম, বাংলাদেশের ঝিনিদাহ জেলার ইয়ৌথ হোব্বি ডিভেলোপমেন্টের পার্ভিন সুলতানা, বাংলাদেশের সাটখিরা জেলার মুরারি কাটি ইউনিটিড হাই স্কুলের মাস্টার খাইরুল বাশার, বাংলাদেশের চাঁপাইনবাবন্ঞ্জ জেলার বড়গাজীহটি গ্রামের সাইদুর রহমান, ভারতের পশ্চিম বঙ্গের মুশিদাবাদ জেলার জরকৃঞ্চপুর গ্রামের সেলিম বিশ্বাস, ভারতের পশ্চিম বঙ্গের মুশিদাবাদ জেলার মিতালী লিসনার্স ক্লাবের আব্দুল রাশিদ বিসওয়াস, ভারতের পশ্চিম বঙ্গের উট্টার দিনাজপুর জেলার ধুরাইল গ্রামের প্রাবির মানদাল, ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর জেলার কসমোপলিটান আডিয়েন্সের সম্পাদক মৃত্যুন্ঞ্জয় বেরা, ভারতের পশ্চিম বঙ্গের উত্তর দিনাজপুর জেলার পূর্ব দেবীনগরের অন্ঞ্জনা রায়, ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বিধান চন্দ্র সান্যাল, ভারতের পশ্চিমবঙ্গের দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট গ্রামের ঢাকা কলোনীর হাবু সান্যাল, ভারতের পশ্চিম বঙ্গের বর্ধমান জেলার শর্ট ওয়ার্ল্ড রেডিও লিসনার্স ক্লাবের প্রেসিডেন্ট প্রদীপ কুমার বসাক এবং ভারতের পশ্চিমবঙ্গের ঝার্গ্রাম জেলার ডিনামিক ওয়োমেনস ডিক্স কোর্নারের এডিটার স্রাবোনি বেরা। প্রথম পুরস্কার হল একটি ইউএসবি ও একটি টি-শার্ট, দ্বিতীয় পুরস্কার হল একটি টি-শার্ট ও একটি স্কারফ এবং তৃতীয় পুরস্কার হল পেইচিং অলিম্পিক গেমস ২০০৮ সম্পর্কিত ২টি উপহার। এছাড়া, প্রত্যক বিজয়ী শ্রোতা একটি চীনের বৈশিষ্ট্য ছোট উপহার পাবেন। বিজয়ী শ্রোতাদেরকে আমাদের অভিনন্দন জানাই। আশা করি, সবাই শ্রোতা অব্যাহতভাবে আমাদের জ্ঞান যাচাই প্রতিযোগিতায় অংশ নেবেন। এবারের প্রতিযোগিতায় পুরস্কার অর্জন না করার শ্রোতাদের দুঃখ লাগবে না, বিশ্বাস করি, আপনারা ভবিষ্যতে নিয়মিতভাবে আমাদের প্রতিযোগিতায় অংশ নিলে পুরস্কার অবষ্যই লাভ করতে পারবেন।
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040