|
রেকর্ডিং ১
তিনি বলেন , সাংহাই বিশ্বমেলায় যোগদানের সুযোগ পেয়ে আমরা খুব খুশী হয়েছি । সাংহাই বিশ্বমেলার সুইজারল্যান্ড ভবনে প্রদর্শিত হবে আমাদের এ বিমানের একটি মডেল যার পাখার দৈর্ঘ্য আসল বিমানের এক চতুর্থাংশ মাত্র । আমি ও আমার সহযোগী বার্ট্রান্ড পিকার্ড চলতি বছরের অক্টোবর মাসে সাংহাই বিশ্বমেলা পরিদর্শন করতে আগ্রহী ।
রেকর্ডিং ২
তিনি বলেন ,আমরা যে চীনে যেতে ইচ্ছুক তা শুধু সাংহাই বিশ্বমেলায় যোগদানের জন্য নয় , আমাদের বিমানের বিশ্বব্যাপী উড্ডয়নের জন্যও । আমাদের বিশ্বব্যাপী উড্ডয়ন একাধিক পর্যায়ে বিভক্ত । সম্ভব হলে আমরা প্রতিটি মহাদেশে একবার করে অবতরণ করব । এশিয়ায় যদি অবতরণ করি তাহলে আমরা চীনের কোনো একটি বিমান বন্দরে নামব
২০০৩ সালে বিখ্যাত দু:সাহসী অভিযাত্রী আ্যন্ড্রে বোর্সবার্গ ও বার্ট্রান্ড পিকার্ড এ সৌরশক্তি চালিত বিমান তৈরীর প্রকল্প প্রণয়ন করেন । গত বছরের ডিসেম্বর মাসে এ বিমানের নির্মাণকাজ শেষ হয় । চলতি বছরের এপ্রিল মাসে এ বিমান পরীক্ষামূলকভাবে বন্দরের আকাশে ঘুরে ঘুরে উড়বে এবং জুন ও জুলাই মাসে রাতে উড়বে । পরিকল্পনা অনুযায়ী এর বিশ্বব্যাপী উড্ডয়ন হবে ২০১২ সালে
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |