Web bengali.cri.cn   
চীনের গণ কংগ্রেসের প্রতিনিধিদের মুখে বিশ্ব মেলা
  2010-03-23 18:00:09  cri

চীনের জাতীয় গণ কংগ্রেসের প্রতিনিধিরা বিশ্ব মেলা নিয়ে আলোচনা করছেন

সদ্যসমাপ্ত চীনের দু'টি বার্ষিক অধিবেশন চলাকালে সাংহাই থেকে আসা চীনের জাতীয় গণ কংগ্রেসের ছয় জন প্রতিনিধি পেইচিংয়ে নেট-ব্যবহারকারীদের কাছে সাংহাই বিশ্ব মেলার প্রস্তুতিমূলক অবস্থা এবং চীনের সমাজের ওপর তার প্রভাব ব্যাখ্যা করেছেন। তারা বহু নেট-ব্যবহারকারীর দৃষ্টি আকর্ষণ করেছেন। আজকের সাংহাই বিশ্ব মেলা সম্পর্কিত অনুষ্ঠানে আমি ইয়ু কুয়াং ইউয়ে গণ কংগ্রেসের প্রতিনিধিদের জানানো বিশ্ব মেলা সম্পর্কিত তথ্যগুলো আপনাদেরকে শুনাবো।

সাংহাই বিশ্ব মেলা ব্যুরোর মহাপরিচালক হোংহাও বলেছেন, আমি খুব আনন্দচিত্তে আপনাদের জানাচ্ছি, গোটা বিশ্ব মেলা উদ্যানের নির্মাণকাজ আমাদের পরিকল্পনা অনুযায়ী পুরোদমে চলছে। আমরা চিন্তা করছি, ২০ এপ্রিল বিশ্ব মেলার পরীক্ষামূলক মহড়া শুরুর সময় এক অপেক্ষাকৃত সুসম্পন্ন বুনিয়াদী ব্যবস্থা ও বিশ্ব মেলা উদ্যান সকল দর্শকের সামনে প্রদর্শন করবো।'

পেইচিংয়ে অধিবেশনে উপস্থিত থাকার কয়েক দিনে মিঃ হোং হাও যে কোন জায়গায় গেলে তথ্য মাধ্যমগুলো তাঁর পিছনে পিছনে থেকেছে। এবার নেট-ব্যবহারকারীদের সঙ্গে সংলাপ করার সময় মহাপরিচালক হোং হাও বিশ্ব মেলায় পরিদর্শনের কিছু পরামর্শ দিয়েছেন, যাতে এর মাধ্যমে দর্শকরা বিশ্ব মেলা পরিদর্শনের সময় সাহায্য ও সুবিধা পেতে পারেন। তিনি জানিয়েছেন, সাংহাই বিশ্ব মেলা চলাকালে বেতার, টেলিভিশন ও মোবাইল ফোনের মাধ্যমে দর্শকদের কাছে বিশ্ব মেলা উদ্যানের নানা তথ্য ও পূর্বাভাস তাত্ক্ষণিকভাবে জানানো হবে এবং দর্শকদের পর্যটকদের পরিদর্শনের কার্যকারিতা উন্নত করা হবে। তিনি বলেন, 'আমরা উদ্যানের গুরুত্বপুর্ণ কর্মসূচী পরিবর্তনের তথ্য এবং বিভিন্ন অঞ্চল থেকে সাংহাইয়ে আগত দর্শকদের পরিবর্তনের অবস্থাসহ নানা তথ্য যথাসময়ে জানাবো, যাতে দর্শকরা বিশ্ব মেলা দেখার জন্য উপযুক্ত সময় বেছে নিতে পারেন। তা ছাড়া আমরা উদ্যানের রেস্তোঁরা ও ভবনের ভিড়ের অবস্থা, পরিবহনের অবস্থা এবং লাইনে দাঁড়ানোর অবস্থাসহ নানা তথ্য সময় মতো দর্শকদের জানাবো, যাতে আমাদের দর্শকরা উপযুক্ত পরিদর্শনের লাইন, ভবন ও সময় বাছাই করতে পারেন।'

সাংহাই বিশ্ব মেলা ব্যুরোর মহাপরিচালক হোং হাও প্রশ্নের উত্তর দিচ্ছেন

এখন বিশ্ব মেলা পরিদর্শনের জন্য ব্যক্তিগত ও দলগত এ দু'ধরনের টিকিট রয়েছে। মহাপরিচালক হোং দর্শকদের দলগত টিকিট কেনার পরামর্শ দিয়েছেন। কারণ পর্যটন সংস্থাগুলো আগে থেকেই দলগত টিকিটের অর্ডার দেবে। দলগত টিকিটে দর্শকদের টাকা ও সময় উভয়ই সাশ্রয় হবে।

কিন্তু দর্শকরা বিশ্ব মেলায় কী কী বিষয় দেখতে পারবেন? চীনের জাতীয় গণ কংগ্রেসের প্রতিনিধি, অর্থনীতিবিদ চাং চাও আন উত্তরে বলেছেন, 'আমি মনে করি, বিশ্ব মেলায় এসে কমপক্ষে তিনটি বিষয়ের ওপর দৃষ্টি রাখা উচিত। প্রথমত: পৃথিবীতে শহর উন্নয়নের প্রবণতা। দ্বিতীয়ত: বিশ্বের বিজ্ঞান ও প্রযুক্তি উন্নয়নের প্রবণতা। তৃতীয়ত: বিশ্বের শিল্প উন্নয়নের প্রবণতা। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে চীনের সাংহাইকে এবং সারা বিশ্বকে দেয়া সুফল।'

চীনের জাতীয় গণ কংগ্রেসের প্রতিনিধি, সাংহাই প্রতিনিধি দলের নেতা লিউ ইয়ুন গেন বিশ্ব মেলাকে একটি 'বৈশ্বিক গ্রাম' মনে করেন। ৫.২৮ বর্গকিলোমিটার বিশ্ব মেলা উদ্যানে ২৪০টিরও বেশি দেশ আর আন্তর্জাতিক সংস্থা সম্মিলিত হবে। সবাই একসাথে মানবজাতির সবচেয়ে উন্নত মানের প্রযুক্তি ও বৈচিত্র্যপূর্ণ সংস্কৃতি প্রদর্শন করবে। লিউ ইয়ুন গেন বলেন, সাংহাই কেবল দেশি-বিদেশি দর্শকদের কাছে একটি চমত্কার, সফল ও অবিস্মরণীয় বিশ্ব মেলা তুলে ধরবে তা নয়, বরং এর মধ্য দিয়ে সাংহাইয়ের শহর নির্মাণকাজও ত্বরান্বিত করবে।

লিউ ইয়ুন গেন বলেন, 'বিশ্ব মেলা আয়োজনের উদ্দেশ্য হচ্ছে আমাদের শহরের অধিবাসীদেরকে আরো ভালোভাবে আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির সাফল্য উপভোগের সুযোগ করে দেয়া এবং তাদের জীবনযাত্রা আরো সুন্দর করা। যেমন কিছু পরিবহন সমস্যা এর মাধ্যমে সমাধান হবে এবং জনগণকে আরো সুবিধাজনক পরিসেবা দেয়া যাবে। পুরোনো অঞ্চলের সংস্কার কাজও করা হবে। যেমন কিছু কমিউনিটি অধিবাসীদের বাড়িতে পুরোনো বিদ্যুত্ লাইন, গ্যাস পাইপ ইত্যাদি মেরামত করেছে। সড়কের সংস্কারও হয়েছে। এ সব কাজের মধ্য দিয়ে জনগণ আসল সুবিধা পেয়েছেন। (ইয়ু কুয়াং ইউয়ে)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040