Web bengali.cri.cn   
সিংগাপুরে সাংহাই বিশ্বমেলা প্রচারের তত্পরতা
  2010-03-23 10:37:04  cri
সাংহাই বিশ্ব মেলা ২০১০ সালের পয়লা মে শুরু হচ্ছে । সারা বিশ্বে একশটি শহরে সাংহাই বিশ্ব মেলার প্রচার অভিযানের অংশ হিসেবে সিংগাপুরে চীনা দূতাবাসের সংস্কৃতি বিভাগ ও চীনের জাতীয় পর্যটন ব্যুরো কার্যালয়ের যৌথ উদ্যোগে ১৯ মার্চ সিংগাপুরে বিপুল সমারোহে এক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

গত ১৯ মার্চ পর্যটকদের আকর্ষণের জন্য সিংগাপুরে চীনের যে লোকনৃত্য-সংগীত পরিবেশন করা হয় তা উপভোগ করে দর্শকরা মুহুর্মুহু করতালি বাজিয়ে চীনা শিল্পীদের আন্তরিক অভিনন্দন জানান ।

সিংগাপুরে চীনের জাতীয় পর্যটন ব্যুরো কার্যালয়ের পরিচালক চু ছিং রূই সাংবাদিকদের জানিয়েছেন , মার্চ মাসের প্রথম দিক থেকে প্রায় ২০টি দেশে চীনের জাতীয় পর্যটন ব্যুরো কার্যালয় বিদেশী পর্যটকদের আকর্ষণে অনুরূপ কর্মসূচী গ্রহণ করেছে।

তিনি বলেন , সিংগাপুরের পর মালয়শিয়া , ইন্দোনেশিয়া ও ফিলিপিন্সেও এ ধরণের তত্পরতা চালানো হবে । সিংগাপুরে আমাদের তিনদিনের কর্মসূচীর মধ্যে রয়েছে চিত্র প্রদর্শনী , সাংস্কৃতিক অনুষ্ঠান , চীনা শব্দ লেখা ও ছবি আঁকার কৌশল প্রদর্শন এবং রাফেল ড্র । এসব কর্মসূচীতে অংশগ্রহণের মাধ্যমে সিংগাপুরের জনসাধারণ সাংহাই বিশ্ব মেলা সম্পর্কে গভীরভাবে জানতে পারবেন বলে আমরা বিশ্বাস করি ।

সিংগাপুর সাংহাই বিশ্বমেলায় অংশগ্রহণকারী দেশগুলোর অন্যতম । এ কারণে সাংহাই বিশ্ব মেলার প্রভাব বাড়ানোর এ কর্মসূচী সিংগাপুর সরকারের পর্যটন ব্যুরো ,বিমান কোম্পানি ও পর্যটন সংস্থাগুলোর সমর্থন পেয়েছে ।

সিংগাপুর সরকারের পর্যটন ব্যুরোর মহাপরিচালক লেং সি কায় সাংবাদিকদের জানিয়েছেন , নগর- সিমফোনিই হচ্ছে সাংহাই বিশ্ব মেলার সিংগাপুর ভবনের মূল প্রতিপাদ্য । টেকসই উন্নয়ন ও উচ্চমানের নগর জীবনের মিলনে সারা বিশ্বে একটি আদর্শ নগর হিসেবে সিংগাপুর কীভাবে গড়ে উঠেছে সাংহাই বিশ্বমেলার সিংগাপুর ভবন প্রদর্শন করলে তা জানা যাবে । আমরা আশা করি, সিংগাপুর ভবন অসংখ্য দর্শকদের দৃষ্টি আকর্ষণ করবে এবং সাংহাই বিশ্ব মেলায় যোগদানের মাধ্যমে সিংগাপুরের টেকসই উন্নয়ন, সৃষ্ট নতুনত্ব এবং সংস্কৃতির বৈচিত্র্য প্রদর্শন করা সম্ভব হবে ।

তিনি বলেন , ২০১০ সাল চীন ও সিংগাপুরের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের বিংশ বার্ষিকী । এ তাত্পর্যপূর্ণ বছরে সাংহাই বিশ্ব মেলায় অংশগ্রহণের সুযোগ পেয়ে আমরা যেমন অত্যন্ত আবেগাপ্লুত তেমনই নিজেকে ধন্য মনে করছি ।আমাদের দৃঢ় বিশ্বাস , চীন ও অন্যান্য দেশের দর্শকরা সিংগাপুর ভবন পরিদর্শন করে জানতে পারবেন যে , সিংগাপুরের জনসাধারণ কীভাবে কাজ করছেন এবং দিন কাটাচ্ছেন। সিংগাপুর ভবনের চূড়ায় একটি সুন্দর বাগান তৈরী করা হয়েছে ,সেখানে দর্শকরা অনেক প্রকার গ্রীষ্মমন্ডলীয় উদ্ভিদ দেখতে পাবেন এবং উদ্যান নগর হিসেবে সিংগাপুরের বৈশিষ্ট্যের পরিচয় পাবেন ।

শহরের সুন্দর জীবন হলো সাংহাই বিশ্ব মেলার মূল প্রতিপাদ্য। ১৮৪ দিনব্যাপী এ মেলা চলাকালে বিভিন্ন দেশের সরকার ও জনগণ শহরের সুন্দর জীবনকে কেন্দ্র করে শহরের সভ্যতা প্রদর্শন ও নগর উন্নয়নের অভিজ্ঞতা বিনিময় করবেন এবং শহরের আধুনিকতা প্রচার করবেন যাতে নতুন শতাব্দিতে মানব জাতির আবাস , জীবন ও কাজকর্মের নতুন দৃষ্টান্ত স্থাপন করা , প্রকৃতির সংগে সামঞ্জস্যপূর্ণ সমাজ প্রতিষ্ঠা করা এবং মানব জাতির টেকসই উন্নয়নের প্রমাণ দেখানো সম্ভব হবে ।

সিংগাপুরে চীনা দূতাবাসের কাউন্সিলার ওয়াং সি লং সাংবাদিকদের জানিয়েছেন , এখন সবাই গভীর আগ্রহে পয়লা মে সাংহাই বিশ্ব মেলার উদ্বোধনের দিনের জন্য অপেক্ষা করছেন । চীন ও সিংগাপুরের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের বিংশ বার্ষিকী উপলক্ষে সাংহাই বিশ্ব মেলা সবক্ষেত্রে দু'দেশের সহযোগিতাকে আরো জোরদার করবে বলে তিনি আশা করেন ।

তিনি বলেন , সবক্ষেত্রে চীন ও সিংগাপুরের দ্বিপাক্ষিক সহযোগিতা সন্তোষজনক । সাংহাই বিশ্ব মেলার আকর্ষণে আগের চেয়ে সিংগাপুরের আরো বেশী পর্যটক সাংহাই ও চীনের অন্যান্য স্থানে ভ্রমন করতে যাবেন । স্বকীয় বৈশিষ্ট্য সম্পন্ন সিংগাপুর ভবন দেখার পর চীনের দর্শকদের সিংগাপুর ভ্রমণের ইচ্ছাও জন্মাবে । আমরা আশা করি , দু'দেশের জনগণের আদান প্রদান অনবরত বাড়বে এবং দুদেশের বন্ধুত্ব আরো গভীর হবে ।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040