প্রিয় শ্রোতাবন্ধুরা, আপনারা চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান শুনছেন। গত ১৭ থেকে ২১ মার্চ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বাংলাদেশের সরকারী প্রতিনিধি দল পাঁচ দিন ব্যাপী চীন সফর করেছেন। সফরকালে তারা চীনের প্রেসিডেন্ট হু চিন থাও, জাতীয় গণ কংগ্রেসের চেয়ারম্যান উ পাং কুও ও প্রধানমন্ত্রী ওয়েন চিয়া পাওসহ রাষ্ট্রীয় নেতাদের সঙ্গে সাক্ষাত্ করেছেন এবং বেশ কয়েকটি চুক্তিতে স্বাক্ষর করেছেন। সফর চলাকালে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি চীন আন্তর্জাতিক বেতারের বাংলা বিভাগের সাংবাদিক ইয়ু কুয়াং ইউয়েকে একটি বিশেষ সাক্ষাত্কার দিয়েছেন। সাক্ষাত্কারে তিনি এবারের চীন সফরকে উচ্চ মূল্যায়ন করেছেন এবং দু'দেশের ভবিষ্যত সহযোগিতার নানা ক্ষেত্র নিয়ে ইতিবাচক মন্তব্য রেখেছেন। বন্ধুরা, এখন শুনুন এ সাক্ষাত্কারটি।