Web bengali.cri.cn   
সিংগাপুর ভবন
  2010-03-17 10:39:57  cri

সাংহাই বিশ্ব মেলার 'খ' এলাকায় অবস্থিত সিংগাপুর ভবন দেখতে ঠিক একটি সংগীত-বাক্সের মত ।

সিংগাপুর ভবনের নির্মাণকাজ শুরু হয়েছিল গত বছরের ১৯ জুন । পানি ও বাগান সিংগাপুর ভবনের নকশার দু'টি প্রধান উপাদান। সংগীত-ফোয়ারা , দশর্ন ও শ্রবনের দিক থেকে আধুনিক প্রযুক্তিজনিত সৌন্দর্য এবং ছাঁদের বাগান নিয়ে সিংগাপুর ভবনে যেন একটি নগর – সিমফোনি রচিত হয়েছে। তাতে প্রতিফলিত হয়েছে সিংগাপুরের জীবনধারার স্বতন্ত্র তাল ও ছন্দ ।

সিংগাপুর ভবনে যে চারটি পৃথক আকারের থাম দাঁড়িয়ে আছে তা সিংগাপুরে একসাথে জীবনযাপন , কাজকর্ম ও আমোদ প্রমোদে নিরত নানা জাতির পরিচায়ক । প্রদর্শনী কক্ষগুলো ঝুলন্ত সিঁড়ির দ্বারা সংযুক্ত ।

সিংগাপুর ভবনের প্রধান ফটক পার হতে না হতে দর্শকদের কানে আসবে শ্রুতিমধুর সংগীত । নীচের তলায় ঢুকলে শহর ও প্রকৃতির সামঞ্জস্য অনুভব করা যাবে । হাঁটতে হাঁটতে এক এক জন দর্শক যেন সংগীতের এক একটি চিহ্নে পরিণত হয়ে যাবে ।

দু'তলার প্রদর্শনী কক্ষের আয়তন প্রায় ছ'শ বর্গমিটার । ভেতরে একটি থামও নেই।তিনটি ছোটো প্রেক্ষাগৃহে সিংগাপুরের ফ্যাশন শিল্পীদের যে অনুষ্ঠান পরিবেশিত হবে তাতে সিংগাপুরের বর্তমানের নতুন সংস্কৃতির পরিচয় পাওয়া যাবে । দু'তলায় প্রধানত: সিংগাপুরের সংস্কৃতির নতুনত্ব ও বৈচিত্র্য বিধৃত হয়েছে ।

সিংগাপুর ভবনের শীর্ষস্থানে যে একটি গ্রীষ্মমন্ডলীয় সুন্দর বাগান তৈরী করা হয়েছে তা উদ্যান নগর নামে পরিচিত সিংগাপুরের জীবন্ত নিদর্শন ।

নগর সিমফোনি সিংগাপুর ভবনের মূল বিষয়। তার ধারণা এসেছে বিভিন্ন সাংস্কৃতিক উপাদানের মিলন ও ভারসাম্যতা , নগর উন্নয়ন ও টেকসই উন্নয়ন , নগরায়ন ও পরিবেশের সবুজায়ন সহ, চিরাচরিত প্রথা ও আধুনিকতা এবং বহু জাতির মেলামেশা থেকে।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040