Web bengali.cri.cn   
সাংহাই বিশ্ব মেলার জন্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশনের প্রস্তুতি
  2010-03-16 09:56:58  cri
হুয়াংপু নদীর তীরে সাংহাই বিশ্ব মেলা শিগগিরই শুরু হবে । দেশবিদেশের দর্শকদের সামনে সাংহাইয়ের স্বতন্ত্র শিল্পকলা প্রদর্শনের জন্য সাংহাইয়ের শিল্পী দলগুলো বিপুল উত্সাহ-উদ্দীপনার সংগে প্রস্তুতি নিচ্ছে ।

সাংহাইয়ের ব্যালে নৃত্যদল ও বিখ্যাত ফ্যাশন পোশাক নকশাকারী পিয়ার্ল কার্ডিনের যৌথ উদ্যোগে " মার্কো পোলো -- শেষ মিশন" নামে যে ব্যালে নৃত্য পরিবেশনের পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে তা ফ্রান্স ভবন দিবস উপলক্ষে মঞ্চস্থ করা হবে ।

সাংহাইয়ের ব্যালে নৃত্যদলের প্রশিক্ষণ রোমে এ ব্যালে নৃত্যদলের ব্যবস্থাপক সিং লি লি আমাদের সাংবাদিককে জানিয়েছেন ,গত জানুয়ারী মাসের প্রথম দিক থেকে প্রশিক্ষণ শুরু হওয়ার পর থেকে তাঁর দলের কেউ ছুটি পায় নি । প্রতিদিন কঠোর অনুশীলনের ফলে অনেক শিল্পীর হাতপায়ে যে ব্যথ হয়েছিল তা সেরে গিয়েছিল এবং সেখানে আবারও ব্যথা অনুভুত হচ্ছে ।কিন্তু ব্যালে নৃত্যের সৌন্দর্য দেশবিদেশের অতিথিদের প্রদর্শনের জন্য কেউ বিশ্রাম নেয় নি ।

ব্যবস্থাপক সিং লি লি বলেন , আমাদের প্রধান শিল্পী সুন সেন ই ও ফান সিয়াও ফেংও গায়ে ব্যথা অনুভব করছেন।আমাদের অফিসের যারা ব্যবস্থাপনা বা প্রচারনার কাজে নিয়োজিত তারা সবাই নিষ্ঠার সংগে নিজ নিজ দায়িত্ব পালন করেছে ।

সাংহাইয়ের পুতুল অপেরা দলের মহড়াও পুরোদমে চলছে সাংহাই বিশ্ব মেলা চলাকালে " পশ্চিমাদেশের ভ্রমণ" নামে এ দলের একটি পুতুল অপেরা ও "তিন রাজ্যের বীরত্ব কাহিনী" নামে এ দলের একটি ছায়া অপেরা মেলা উদ্যানে চার শ'বার পরিবেশন করা হবে । সাংহাইয়ের পুতুল অপেরা দলের দলপতি হো সিয়াও সিং সি আর আই'র সংবাদদাতাকে জানিয়েছেন : "আমাদের দলের অপেরা পরিবেশনের প্রস্তুতি সুশৃংখলভাবে চলছে । প্রথম পর্যায়ে স্বগতোক্তি, সংগীত , মঞ্চসজ্জার প্রস্তুতি সম্পন্ন করা হবে । দ্বিতীয় পর্যায়ে এক মাস ধরে পুর্ণাংগ মহড়া চালানো হবে ।"

এ দু'টো অপেরা ২৫ এপ্রিল শিল্পমেলা উদ্যানে পরিক্ষামূলকভাবে মঞ্চস্থ করা হবে ।

দলপতি হো সিয়াও সিং বলেছেন , এ দু'টো অপেরার প্রতিটির একশটিরও বেশী চরিত্র আছে ।ছায়া-নাটক "তিন রাজ্যের বীরত্ব কাহিনী"র একশ তিরিশটি চরিত্রের ছবি চামড়ার ওপর আঁকার পর কাটতে হবে । মঞ্চসজ্জার প্রস্তুতি সম্পন্ন হওয়ার পর যথারীতি মহড়া শুরু হবে। সাংহাই বিশ্ব মেলা চলাকালে এ দুটো অপেরার পরিবেশন আমাদের জন্য একটি চ্যালেঞ্জ স্বরূপ ।

সাংহাই বিশ্ব মেলা চলাকালে সাংহাই নাট্যকলা কেন্দ্র চীন ও বিদেশের শিল্পীদল ও সংস্থার সংগে সহযোগিতা করে চারটি নাটক মঞ্চস্থ করবে । এর মধ্যে গীতি নাট্য "গুজব- গুজব"২৭ মে ফিনল্যাণ্ডের জাতীয় ভবন দিবস উপলক্ষে ফিনল্যাণ্ডের স্ভেনস্কা নাট্যদলের সহযোগিতায় মঞ্চস্থ করা হবে ।

সাংহাই নাট্যকলা কেন্দ্রের ডেপুটি জেনারেল ম্যানেজার ইয়ু রং চিন সাংবাদিকদের জানিয়েছেন ,৮ থেকে ১০ অক্টোবর পর্যন্ত প্রতিদিনের দুপুরে আমাদের শিল্পীরা মেলা উদ্যানে হাটতে হাটতে একঘন্টার যে অনুষ্ঠান পরিবেশন করবে তাতে সাংহাইয়ের লোকাচার প্রতিফলিত হবে ।

তাছাড়া সাংহাই নাট্যকলা কেন্দ্র সাংহাই অ্যাক্রোব্যাটিক দল ও ডেনমার্কের শিল্পীদের সংগে সহযোহিতা করে শেক্সপিয়ার ধ্রুপদী নাটক"টেমপেস্ট " অবলম্বনে যে একটি মাল্টিমেডিয়া নাটক পরিবেশন করবে তাতে মিশে থাকবে অ্যাক্রোব্যাটিকস ও মূকাভিনয়ের উপাদান।এ মাল্টিমিডিয়া নাটক সাংহাই বিশ্ব মেলা উদ্যানে পরিবেশনের পর তিন মাস ধরে ডেনমার্কের বিভিন্ন শহরে পরিবেশন করা হবে ।

ডেপুটি জেনারেল ম্যানেজার ইয়ু রং চিন বলেন , গত ফেব্রুয়ারি থেকে আমরা বৃটেনের জাতীয় যুব নাট্যদলের সংগে শেক্সপিয়ার নাটক " রোমিও এ্যন্ড জুলিয়েট " সাংহাই বিশ্ব মেলা চলাকালে চীনে এবং লন্ডন অলিম্পিক গেমস চলাকালে লন্ডন পরিবেশনের বিষয় নিয়ে আলোচনা করেছি । আমাদের দ্বিপাক্ষিক সহযোগিতা সফল হবে বলে আমরা ঐকান্তিকভাবে আশা করি।

সাংহাইয়ের সাংস্কৃতিক দলগুলো সাংহাই বিশ্ব মেলার উদ্বোধন ও সমাপনী , চীনের জাতীয় ভবন দিবস এবং আন্তর্জাতিক সংস্থার সম্মান দিবস উপলক্ষেও চিত্তাকর্ষক অনুষ্ঠান পরিবেশন করবে ।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040