Web bengali.cri.cn   
চীন আন্তর্জাতিক বেতার বিনা প্রতিদ্বন্দ্বিতার প্রিয় হওয়ার গৌরব অর্জন করেছে...
  2010-03-12 16:24:56  cri
বাংলাদেশের নাটের জেলার সিআরআই কলেজ ডিক্স ক্লাবের প্রেসিডেন্ট সালমান মল্লিক তাঁর রচনায় লিখেছেন, আমরা কলেজে ছাত্রছাত্রীদের মধ্যে একটি জরিপ করেছিলাম 'কোন বেতার প্রিয়' প্রাপ্ত তালিকা থেকে ফল জানা যাচ্ছে প্রথমত চীন আন্তর্জাতিক বেতার। চীন আন্তর্জাতিক বেতার বিনা প্রতিদ্বন্দ্বিতার প্রিয় হওয়ার গৌরব অর্জন করেছে। কেন প্রথম হল। চীনা অনুষ্ঠান অত্যন্ত আকর্ষনীয়। প্রত্যেকটা অনুষ্ঠানে আলাদা মাধুর্ঘ আছে। পৃথিবীর বিভিন্ন দেশ থেকে প্রচারিত বাংলা অনুষ্ঠান গুলোর মধ্যে চীন আন্তর্জাতিক বেতারের মাধ্যমেই আমার ডিএক্সিং জগতে প্রবেশ। বর্তমানে ১৮টি দেশের বাংলা অনুষ্ঠান ও ৯০টি দেশের ইংরেজী অনুষ্ঠানের সঙ্গে নিয়মিত যোগাযোগ করে চলেছি আমি। এতগুলো বেতার কেন্দ্রের মধ্যে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠানের প্রতি আমি খুব দুর্বল। ভালবাসি চীনকে খুব কাছে থেকে। এত ভালবাসি তাহা ভাষায় প্রকাশ করিতে পারিব না। আমার মনে হয় আমার দেহের প্রতিটি বিন্ধু কনার সাথে চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান। আপনাদের কাছে আমরা প্রত্যেক সাথে ৩টি করে পত্র পাঠায় মাসে ২টি করে বৈঠবক করি এখানে শ্রোতারা বিভিন্ন মতামত দিয়ে থাকেন, সিআরআইকে নিয়ে আমাদের ক্লাবের অনেক সদস্য গল্প কবিতা লিখেছে। আমাদের সিআরআই কলেজ ডিক্স ক্লাব আছে। আমাদের ক্লাবের সদস্য সংখ্যা বর্তমানে ২০০জন দাড়িয়েছে। সদস্য সংখ্যা আরো দিন দিন বৃদ্ধি পাচ্ছে। শ্রোতারা বেশি আকৃষ্ট হওয়ার পিছনে প্রধান কারণ প্রতি বছর জ্ঞান যাচাইমুলক প্রতিযোগিতায় আয়োজন করে শ্রোতাদের বিনামূল্যে চীন ভ্রমনের সুযোগ দেয়া ফলে শ্রোতারা চীনকে আরো ভালভাবে জানতে পারে। আমার বিশ্বাস সিআরআই আগামী প্রজন্মের শ্রোতাদের কাছে আরো বেশী প্রতিনিধি হিসাবে কাজ করবে। আমার সব সদস্যরা সিআরআই কর্মকর্তাদের ও শ্রোতা ভক্তদের এত ভালবাসে যে তাহা ভাষায় প্রকাশ করিতে পারিব না। সিআরআইকে নিয়ে লিখতে এত ভাল লাগে যে তাহা ভাষায় প্রকাশ করিতে পারিব না। মনে হয় আরো বেশি করে লিখি। কিন্তু পরক্ষণে আবার মনে হয় আমার চাইতে অনেক অনেক বেশী ভাল লিখে শ্রোতা বন্ধুরা। তাই আপনাদেরকে আরো বিরক্ত করতে চাই না আপনাদেরকে আবার সকল কর্মকর্তা আমার অসংখ্য সিআরআই বন্ধুদের শুভেচ্ছা জানিয়ে আজকের মত এখানেই শেষ করছি। সালমান মল্লিফ, আপনি আমাদেরকে একটি অনুরো করেছেন যে, ছোটদের কোন অনুষ্ঠান করলে আরো আকর্ষণীয় হবে। আপনি ঠিক বলেছেন, ভবিষ্যতে আমরা ক্রমান্বয়ে ছোটদের ও ছাত্রছাত্রীদের জন্য অনুষ্ঠান তৈরী করার চেষ্টা করবো। আপনি ও আপনার ক্লাবের সবাই সদস্যকে নিয়মিতভাবে আমাদের অনুষ্ঠান শোনা ও এ সম্পর্কে বৈঠক করার জন্য ধন্যবাদ জানাই। আশা করি, আমাদের প্রচেষ্টার মাধ্যমে আমাদের অনুষ্ঠান চিরকালে আপনাদের মনে প্রথম স্থানে হবে।

ভারতের পশ্চিম বঙ্গের নাদিয়া জেলার স্বাগতম ইন্টারন্যাশনাল রেডিও লিসনার্স ক্লাবের ধীরেন বসাক তাঁর রচনায় লিখেছেন, ১৯৭৯ সালের কোন একদিন শীতের রাত্রিতে রেডিও'র নক ঘোড়াতে ঘোড়াতে, হঠাত্ শুনতে পেলাম, রেডিও পিকিংয়ে বাংলা অনুষ্ঠান। তখন আমি হোটই বলা চলে। তখন থেকেই রেডিও পিকিংয়ের বাংলা অনুষ্ঠান শুনতে থাকি। পরে অবশ্য নাম পরিবর্তন হয়ে এখন কার, চীন আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান হয়েছে। আগে আমার চীন বিশয়ে কোন কিছুই জানাছিলনা। চীনের আন্তর্জাতিক বেতারের বাংলা অনুষ্ঠান শোনার পর থেকে চীন সম্পর্কে অনেক কিছু জানতে পেরেছি। এবং অনেক উপকার হয়েছে। এই বেতারের কর্মী বৃন্ধের আন্তরিকতার মুগ্ধ হয়েছি বার বার। সাপ্তাহিক অনুষ্ঠান মালার প্রচারের মাধ্যমে, যেমন চীনের সমাজ ব্যবস্থা, অর্থনীতি, রাজনীতি, বাণিজ্য, কৃষি, শিল্প, শিখ্যা, খেলাধুলা, সাহিত্য, ইতিহাস, নির্মাণ শিল্প, চীনের মানুষের জীবন যাত্রার কথা, লোক কাহিনী, বিজ্ঞান, প্রভৃতি সম্বন্ধে জানতে পেরে সমৃদ্ধ হয়েছি। এই বেতারের নানান প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। বিজয়ী হয়েছি কয়েকবার। এতে উত্সাহতি হয়েছি এবং আনন্দিত হয়েছি। সবসময় চেষ্টা করেছি যে স্থানীয়ভাবে এই বেতারের শ্রোতা সংখ্যা বৃদ্ধি করার জন্য। জানিনা এতে কত টুকু সফল হয়েছি। চীন আন্তর্জাতিক বেতারের কাছে পেয়েছি অনেক কিছু। তবে দিতে পেরেছি কতটুকু। জানিনা। ধীরেন বসাক, আপনাকে আমাদের অনুষ্ঠান নিয়মিতভাবে শোনা ও আমাদের প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য ধন্যবাদ জানাই। অনেক শ্রোতা বলেছেন, আমাদের অনুষ্ঠান থেকে বেশি পেয়েছেন। কিন্তু আমরা শ্রোতারা থেকে জ্ঞান ও মৈত্রী ইত্যাদি আরো বেশি পেয়েছি। আশা করি, আমাদের শ্র্রোতার সংখ্যা দিন দিন বৃদ্ধি হবে। আমরা চিরকালে বন্ধু হবো।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040