|
সাংহাই বিশ্ব মেলা চলাকালে সাংহাই বিশ্ব মেলা উদ্যানে নানা রকমের যে বিশ হাজারেরও বেশী সাংস্কৃতিকঅনুষ্ঠানের আয়োজন করা হবে সেগুলোর মধ্যে রয়েছে যেমন সাংহাই গণ সরকার আয়োজিত হাইটেক ও আধুনিক প্রযুক্তিভিত্তিক অনুষ্ঠান , নতুন নাটক ও চীনা লোক নৃত্যসংগীত তেমনই হবে ময়দানে ছোটো আকারের সংগীতানুষ্ঠান, রাস্তায় পরিবেশিত নাচ ও লোকাচার- আশ্রয়ী সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার বিচিত্র অনুষ্ঠান। মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান ও আমোদ প্রমোদই দর্শকদের আকর্ষণের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় হবে ।
সাংহাই বিশ্ব মেলার উদ্বোধনী অনুষ্ঠান যে দু' ভাগে বিভক্ত তা হচ্ছে ৩০ এপ্রিল সন্ধ্যায় উদযাপনী তত্পরতা ও ১ মের আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে অপূর্ব উপায়ের মাধ্যমে বিশ্বের বহু প্রকার সংস্কৃতির মধ্যকার সংলাপ , সাংহাইয়ের সর্বমুখী উন্নয়ন , চীনের রূপ ও বিশ্বের মিলন প্রদর্শিত হবে ।
৩১ অক্টোবর সাংহাই বিশ্ব মেলার সমাপনী অনুষ্ঠানে সাংহাই বিশ্ব মেলার সাফল্য ও বিভিন্ন দেশের জনগণের গভীর বন্ধুত্ব ফুটিয়ে তোলা হবে । ১ অক্টোবর চীনের জাতীয় দিবস উপলক্ষে চীন ভবন দিবস উদযাপন করা হবে ।
জানা গেছে , প্রতিদিন উদ্যান খোলা ও বন্ধের সময়ে যে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে তাতে যেমন নাচগান তেমনই অ্যাক্রোব্যাটিক ও যাদু থাকবে । প্রথমদিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রাচ্যের ঐতিহ্য ও সংস্কৃতির উপাদানের সমাবেশে যে নাটক পরিবেশন করা হবে তাতে সুষম বিশ্ব গড়ে তোলার আকাংক্ষা প্রতিফলিত হবে ।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |