|
পরিচালক হংহাও বলেন , চীন সাংহাই বিশ্ব মেলার স্বাগতিক দেশ । চীনের জাতীয় ভবন , স্থানীয় ভবন এবং শিল্পপ্রতিষ্ঠানের ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে । সব ভবনের প্রদর্শনী কক্ষগুলো সুন্দরভাবে সাজানো হচ্ছে । বিদেশী ভবনগুলোর নির্মাণ প্রকল্পের অগ্রগতিও সন্তোষজনক । বেশীর ভাগ বিদেশী ভবনের নির্মাণকাজ শেষ হওয়ার পথে এবং শিগগীরই সাজানোর কাজও শুরু হবে ।
অতীতের বিশ্ব মেলার ওপর পর্যালোচনা করে দেখা যায় যে , কোনোকোনো বিদেশী ভবন সময়মত খোলা হয় নি । এ কথা উল্লেখ করে পরিচালক হংহাও বলেছেন , অতীতের বিশ্ব মেলা থেকে শিক্ষা গ্রহণ করে আমরা সব দেশের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করেছি যাতে তাদের ভবন যথা সময়ে খুলতে পারে ।
সাংহাই বিশ্ব মেলার প্রকল্প বিভাগের পরিচালক ছুন ফেং সাংবাদিকদের জানিয়েছেন , ইতোমধ্যেই শতকরা ৯৫ ভাগ প্রদর্শনী ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে । শিল্প কেন্দ্র ছাড়া সব স্থায়ী ভবনগুলোর নির্মাণপ্রকল্প সম্পন্ন হয়েছে । বিশ্ব মেলা পল্লীর মধ্যে শুধু ভি আই পি ভবন চালু হবে মার্চ বা এপ্রিলে । অন্যান্য স্থাপনা ইতোমধ্যেই চালু হয়েছে। অস্থায়ী ভবনগুলোর মধ্যে ৪২টি ভাড়া ভবন ও ১১টি যৌথ ভবনে প্রদর্শনী পণ্য ও ছবি সাজানো হচ্ছে। সাংহাই বিশ্ব মেলা উদ্যানে পানি, বিদ্যুত ও গ্যাস সরবরাহের প্রস্তুতি সম্পন্ন হয়েছে । রাস্তাগুলো মোটামুটি গাড়ি চলাচলের উপযোগী হয়েছে । বাণিজ্যিক স্থাপনা অংশগ্রহণকারী বাণিজ্য কোম্পানিকে ব্যবহার করতে দেয়া হয়েছে । এপ্রিল মাসের প্রথম দিকে বাণিজ্যিক স্থাপনায় পণ্য বিক্রি শুরু হবে ।
যে ৪২টি দেশের সরকার নিজেদের প্রদর্শনী ভবন নির্মাণের দায়িত্বভার গ্রহণ করেছে তাদের মধ্যে ৩২টি দেশের প্রদর্শনী ভবনের নির্মাণকাজ মার্চ মাসের মধ্যে শেষ করা সম্ভব সম্ভব হবে । বাকী ১০টি দেশের প্রদর্শনী ভবনের নির্মাণকাজ পুরোদমে চলছে । যে ১৮টি শিল্পপ্রতিষ্ঠান নিজেদের প্রদর্শনী ভবন নির্মাণের দায়িত্বভার গ্রহণ করেছে তাদের মধ্যে ১৬টির নির্মাণকাজ মার্চ মাসের শেষ দিকে শেষ হবে ।
সাংহাইয়ের মেয়র হান চেন সাংহাইয়ের ত্রয়োদশ গণ কংগ্রেসের তৃতীয় অধিবেশনে সরকারের কার্যবিবরনি দাখিলের সময়ে বলেছেন , দর্শকদের ইচছা পূরণের জন্য চীন ভবন সহ জনপ্রিয় ভবনগুলো সাংহাই বিশ্ব মেলা শেষ হওয়ার পরেও কিছু দিনের জন্য খোলা থাকবে ।
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |