Web bengali.cri.cn   
শাংহাই বিশ্বমেলার সব প্রদর্শনী ভবন যথাসময়ে খোলা হবে?
  2010-03-09 09:46:40  cri
সাংহাই বিশ্ব মেলা যে দিন শুরু হবে সেদিন দেশবিদেশের শতকরা ১০ থেকে ২০ ভাগ ভবন খোলা যাবে না বলে কোনো কোনো সংবাদমাধ্যমে যে খবর বেরিয়েছে তার সত্যতা অস্বীকার করে সাংহাই বিশ্ব মেলার প্রদর্শনী ব্যুরোর পরিচালক হংহাও সম্প্রতি সাংবাদিকদের জানিয়েছেন , এ খবর সত্য নয় ।সাংহাই বিশ্ব মেলার সব ভবন যাতে উদ্বোধনের দিন খোলা যায় সে জন্য আমরা যথাসাধ্য প্রচেষ্টা চালাচ্ছি । এ ব্যাপারে আমরা বিশ্ব মেলার ইতিহাসে একটি বিস্ময় সৃষ্টি করব।

পরিচালক হংহাও বলেন , চীন সাংহাই বিশ্ব মেলার স্বাগতিক দেশ । চীনের জাতীয় ভবন , স্থানীয় ভবন এবং শিল্পপ্রতিষ্ঠানের ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে । সব ভবনের প্রদর্শনী কক্ষগুলো সুন্দরভাবে সাজানো হচ্ছে । বিদেশী ভবনগুলোর নির্মাণ প্রকল্পের অগ্রগতিও সন্তোষজনক । বেশীর ভাগ বিদেশী ভবনের নির্মাণকাজ শেষ হওয়ার পথে এবং শিগগীরই সাজানোর কাজও শুরু হবে ।

অতীতের বিশ্ব মেলার ওপর পর্যালোচনা করে দেখা যায় যে , কোনোকোনো বিদেশী ভবন সময়মত খোলা হয় নি । এ কথা উল্লেখ করে পরিচালক হংহাও বলেছেন , অতীতের বিশ্ব মেলা থেকে শিক্ষা গ্রহণ করে আমরা সব দেশের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টি করেছি যাতে তাদের ভবন যথা সময়ে খুলতে পারে ।

সাংহাই বিশ্ব মেলার প্রকল্প বিভাগের পরিচালক ছুন ফেং সাংবাদিকদের জানিয়েছেন , ইতোমধ্যেই শতকরা ৯৫ ভাগ প্রদর্শনী ভবনের নির্মাণকাজ শেষ হয়েছে । শিল্প কেন্দ্র ছাড়া সব স্থায়ী ভবনগুলোর নির্মাণপ্রকল্প সম্পন্ন হয়েছে । বিশ্ব মেলা পল্লীর মধ্যে শুধু ভি আই পি ভবন চালু হবে মার্চ বা এপ্রিলে । অন্যান্য স্থাপনা ইতোমধ্যেই চালু হয়েছে। অস্থায়ী ভবনগুলোর মধ্যে ৪২টি ভাড়া ভবন ও ১১টি যৌথ ভবনে প্রদর্শনী পণ্য ও ছবি সাজানো হচ্ছে। সাংহাই বিশ্ব মেলা উদ্যানে পানি, বিদ্যুত ও গ্যাস সরবরাহের প্রস্তুতি সম্পন্ন হয়েছে । রাস্তাগুলো মোটামুটি গাড়ি চলাচলের উপযোগী হয়েছে । বাণিজ্যিক স্থাপনা অংশগ্রহণকারী বাণিজ্য কোম্পানিকে ব্যবহার করতে দেয়া হয়েছে । এপ্রিল মাসের প্রথম দিকে বাণিজ্যিক স্থাপনায় পণ্য বিক্রি শুরু হবে ।

যে ৪২টি দেশের সরকার নিজেদের প্রদর্শনী ভবন নির্মাণের দায়িত্বভার গ্রহণ করেছে তাদের মধ্যে ৩২টি দেশের প্রদর্শনী ভবনের নির্মাণকাজ মার্চ মাসের মধ্যে শেষ করা সম্ভব সম্ভব হবে । বাকী ১০টি দেশের প্রদর্শনী ভবনের নির্মাণকাজ পুরোদমে চলছে । যে ১৮টি শিল্পপ্রতিষ্ঠান নিজেদের প্রদর্শনী ভবন নির্মাণের দায়িত্বভার গ্রহণ করেছে তাদের মধ্যে ১৬টির নির্মাণকাজ মার্চ মাসের শেষ দিকে শেষ হবে ।

সাংহাইয়ের মেয়র হান চেন সাংহাইয়ের ত্রয়োদশ গণ কংগ্রেসের তৃতীয় অধিবেশনে সরকারের কার্যবিবরনি দাখিলের সময়ে বলেছেন , দর্শকদের ইচছা পূরণের জন্য চীন ভবন সহ জনপ্রিয় ভবনগুলো সাংহাই বিশ্ব মেলা শেষ হওয়ার পরেও কিছু দিনের জন্য খোলা থাকবে ।

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040