বর্তমানে বিশ্বের অশান্ত পরিস্থিতিকে উপনদ্ধি করেই সিআরআই মনে করে যে অবস্থার পরিবর্তনের জন্য সর্বীজে মানুষের মানসিকার সোড় ফেরানো দরকার
2010-03-08 16:25:59 cri
ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার মিতালী লিসনার্স ক্লাবের সম্পাদক আদুর রাশিদ বিসওয়াস তাঁর রচনায় লিখেছেন, মনেবউন্নয়ন মূলক অনুষ্ঠান প্রচারের মাধ্যমে মানুষের আত্মিক ও মানধিক উন্নতি সাধনই সিআরআই'র এক মাত্র লক্ষ্য ও উদ্দেশ্য। বর্তমানে বিশ্বের অশান্ত পরিস্থিতিকে উপনদ্ধি করেই সিআরআই মনে করে যে অবস্থার পরিবর্তনের জন্য সর্বীজে মানুষের মানসিকার সোড় ফেরানো দরকার। মানুষ যদি নিজেদের অবস্থা সম্পর্কে সচেতন না হয়। যদি শুধু কুসংস্কার ও অন্যায্যতাকেই মেনে নেয় আর ভোগবাদী ভাগ বসাতে গিয়ে নিজেদের অস্তিখের কথা ভুলে বায়। তবে তার জন্য ভয়াবহ একটি পরিনাস অপেক্ষা করে থাকবেই। এই পরিমাসের ভয়াবহতার কথা আগাম জানিয়ে দিয়ে মানুষকে সত্তেতন করে দিতে চায় সিআরআই। বিশ্বের প্রায় প্রতিটি দেশ, বিশেষ করে তৃতীয় বিশ্বের দেশগুলি আজ নানা সমস্যায় জর্জরিত, অশিক্ষা, ক্ষুধা, দরিদ্রতা ও সমস্ত দেশগুলিকে আষ্টপুষ্ঠে জড়িয়ে ধরেছে। এর ফলে মানুষের তৈতিক অবসয় ঘটছে, হারিয়ে ফেলছে সে আত্মবিশ্বাস। এই অবসয়ের তেও ভারত তখা বাংলাদেশ এসে ও লেগেছে এবং এটাই স্বাভাবিক। অনেক সময় তার কাছে বেঁচে থাকা হরে ওঠে অর্থহীন। সে বেছে নেয় আত্মহননের পথ। হইজগতের জীবন তাকে আর আর্কষণ করতে পারে না। এরকম নাজুক অবস্থায় মানুষকে একটু আশার বানী শোনানোর দারিদ্র ফাঁধে নিয়েছে আমার প্রিয় বেতার সিআরআই। শুধু আশার বানী শোনানোই নয় সিআরআই সমস্যা সমাধান বাতনে দিতে চেষ্টা করছে। এই পৃথিবীতে বসবাস করতে হবে। বিভিন্ন সমস্যা আসবে এবং এই সকল সমস্যায় ভেঙ্গে না গড়ে তাকে সচেতনভাবে সমাধানের চেষ্টা করতে হবে। আত্মবিশ্বাস ও আত্মযর্ব্যাদা সহকারে সকল সমস্যা সেকোবিনা করতে হবে। এই কথাতিই সিআরআই প্রচার করছে বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে। তাই বলতে হয় সিআরাই অনন্য।
সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা