|
চীনের জাতীয় গণ কংগ্রেসের প্রতিনিধি এবং সাং হাইয়ের মেয়র হান চেং ৭ মার্চ সাং হাই প্রতিনিধি দলের উন্মুক্ত গ্রুপ সাংবাদিকদের দেয়া এক সাক্ষাত্কারে বলেছেন, তিনি দেশি-বিদেশী ব্যক্তিদের বিশ্ব মেলা পরিদর্শন এবং যৌথভাবে বিশ্ব মেলার চমত্কার বিষয় ভাগাভাগির জন্য স্বাগত জানিয়েছেন।
১ মে সাং হাই বিশ্ব মেলা শুরু হবে। এটি হচ্ছে প্রথমবারের মত উন্নয়নশীল দেশে অনুষ্ঠেয় বিশ্ব মেলা। সারা বিশ্বের ২৪০টিরও বেশি দেশ ও আন্তর্জাতিক সংস্থা ইতোমধ্যেই এবারের বিশ্ব মেলায় অংশ নেয়ার সিদ্ধান্ত নিয়েছে।
হান চেং বলেন, বিদেশের নিজস্ব নির্মিত ৪২টি ভবনে নিজনিজ দেশের বিজ্ঞান ও প্রযুক্তি এবং সংস্কৃতির নতুন ধারণা প্রতিফলিত হবে । যা দেশি-বিদেশী সাংস্কৃতিক বিনিময়ের একটি প্ল্যাটফর্মে পরিণত হবে।---ওয়াং হাইমান
![]() |
© China Radio International.CRI. All Rights Reserved. 16A Shijingshan Road, Beijing, China. 100040 |