Web bengali.cri.cn   
শাংহাই বিশ্বমেলা বিশ্ব এবং চীন ও ইতালির জন্য খুবই গুরুত্বপূর্ণ
  2010-03-04 21:05:04  cri

২০১০ সালের সাংহাই বিশ্ব মেলা ঘনিয়ে আসছে। মানবজাতির সভ্যতার সফলতা প্রদর্শনের এই মহাসম্মিলনের আগে ইতালি সরকারের সাংহাই বিশ্ব মেলা বিষয়ক প্রধান প্রতিনিধি বেনিয়ামিনো কুইনতিয়েরি আমাদের বেতারের সংবাদদাতাকে এক বিশেষ সাক্ষাত্কার দিয়েছেন। তিনি বলেন, সাংহাই বিশ্ব মেলা বিশ্ব এবং চীন ও ইতালির সবার জন্য খুবই গুরুত্বপূর্ণ ও তাত্পর্যবহ। তিনি সাংহাই বিশ্ব মেলার সাফল্য কামনা করেন।

বেনিয়ামিনো কুইনতিয়েরি মনে করেন, সাংহাই বিশ্ব মেলা হচ্ছে অর্থনৈতিক সংকটের পর প্রথমবারের মত আন্তর্জাতিক মহাসম্মিলনী। এ মেলা বিশ্ব বাণিজ্য পুনরুদ্ধারের জন্য একটি ভালো সুযোগ এবং বিভিন্ন দেশের সংকট মোকাবিলার ব্যবস্থা যাচাই করাসহ তা বিশ্বের অর্থনৈতিক উন্নয়নের নতুন সহযোগিতার পদ্ধতি ত্বরান্বিত করার প্লাটফর্ম হবে। কুইনতিয়েরি বলেন, সাংহাই বিশ্ব মেলায় আমরা অর্থনৈতিক পতনের অবসান হয়েছে কিনা তা স্পষ্টভাবে দেখতে পাবো। তিনি বলেন, 'আমি মনে করি, চীনের সাংহাই ছাড়া বিশ্বের অন্য কোন জায়গায় এমন ভালোভাবে অর্থনৈতিক পুনরুত্থানের প্রদর্শন করা যাবে না। কারণ আমরা জানি, চীনও সংকট অতিক্রম করেছে। কিন্তু আমাদের পাশ্চাত্য দেশগুলোর তুলনায় চীনের সংকট অপেক্ষাকৃত অনেক কম। সেটাকে সংকট না বলে অর্থনৈতিক বৃদ্ধি মন্থর হওয়া হয়তো বলা আরো উপযুক্ত। এখন চীনের অর্থনীতির বৃদ্ধি পুনরায় শুরু হয়েছে। ২০১০ সালে চীন বিশ্বের অর্থনীতির বৃদ্ধি বয়ে এনেছে। এমন পরিপ্রেক্ষিতে সাংহাই বিশ্ব মেলা বিশ্ব অর্থনীতির জন্য খুবই তাত্পর্যবহ।'

কুইনতিয়েরি মনে করেন, সাংহাই বিশ্ব মেলা সাংহাইয়ে আয়োজন করা মানেই বিশ্বের চীনকে স্বীকৃতি দেয়া। এটা হচ্ছে বিশ্বের কাছে চীনের নিজেকে প্রদর্শনের মূল্যবান সুযোগ। তিনি বলেন, 'আমি মনে করি, সাংহাই বিশ্ব মেলা হচ্ছে চীনের নিজেকে তুলে ধরার ভালো সুযোগ। এখন চীন হচ্ছে বিশ্ব মনোযোগের কেন্দ্রবিন্দু এবং ভবিষ্যতের বিশ্ব অর্থনীতির কেন্দ্র। এ দৃষ্টিকোণ থেকে আমি মনে করি, সাংহাই বিশ্ব মেলা অলিম্পিক গেমসের চেয়ে আরো বেশি ভূমিকা পালন করবে। অলিম্পিক গেমস গুরুত্বপূর্ণ হলেও তা ছিল কেবল ক্রীড়া বিষয়ক গেমস। কিন্তু বিশ্ব মেলা পৃথিবীকে চীন এবং চীনের বাজারের গুরুত্ব প্রদর্শনের সুযোগ দেবে। আমি বিশ্বাস করি, চীন খুব ভালোভাবে এ সুযোগকে কাজে লাগবে।'

কুইনতিয়েরি জানিয়েছেন, ইতালি সরকার সাংহাই বিশ্ব মেলাকে উচ্চ মানের গুরুত্ব দেয়। কারণ সাংহাই বিশ্ব মেলা কেবল বিশ্ব ও চীনের প্রতি গুরুত্বপূর্ণ নয়, বরং ইতালির জন্যেও তা খুবই গুরুত্বপূর্ণ ও তাত্পর্যময়। তিনি জোর দিয়ে বলেন, 'আমি বিশ্বাস করি, সাংহাই বিশ্ব মেলা ইতালির জন্য খুব গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে জনবহুল চীনের দর্শকদের কাছে ইতালির সংস্কৃতি, শিল্পকলা ও শিল্পসহ নানা ক্ষেত্রের সুপ্ত শক্তি প্রদর্শনের ভালো সুযোগ।'

তিনি ইতালির জাতীয় ভবনের নকশা সম্পর্কে জানিয়ে বলেছেন, "সাংহাই বিশ্ব মেলার প্রসঙ্গ 'শহরঃ জীবনকে আরো সুন্দর করে তোলে'। এর সঙ্গে খাপ খাওয়ার উদ্দেশ্যে ইতালী ভবনের প্রসঙ্গ নির্ধারণ করা হয়েছে 'নগর মানুষের'। সেখানে ইতালির জীবনযাপনের পদ্ধতি অনুভব করা যাবে। এ ক্ষেত্রে সারা বিশ্ব ইতালি থেকে অনেক কিছু শিখতে পারবে। ইতালির ইতিহাস হচ্ছে বহু বছরের বহু শহরের ইতিহাস। যেমন প্রাচীন রোম সাম্রাজ্য চীনের মতোই পৃথিবীতে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলেছে। ইতালির অনেক শহর মানুষকে প্রাধান্য দিয়ে নির্মিত হয়েছে। সেখানের জীবনযাপনের মান অতি উচ্চ মানের।'

অবশেষে কুইনতিয়েরি সাংহাই বিশ্ব মেলার শুভ কামনা করেছেন। তিনি বলেন, 'আমি খুব আনন্দচিত্তে সাংহাই বিশ্ব মেলা এবং তার সাংগঠকদের প্রতি আমার আন্তরিক শুভ কামনা জানাই। এখন ইতালি আর চীন একসাথে আছে। আমরা আশা করি, সাংহাই বিশ্ব মেলা সুষ্ঠুভাবে সম্পন্ন হবে। আমি সাংহাই বিশ্ব মেলার সফলতা কামনা করি। এর সফলতা ইতালির সফলতাও বটে।' (ইয়ু কুয়াং ইউয়ে)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040