লি চাও সিং বিদেশী সংবাদদাতাদের সাংহাই বিশ্ব মেলায় সাক্ষাত্কার নেয়ার বিষয়টিকে স্বাগত জানিয়েছেন
চীনের ১১তম জাতীয় গণ কংগ্রেসের তৃতীয় সম্মেলনের মুখপাত্র লি চাও সিং ৪ মার্চ বলেছেন, বিদেশী সংবাদদাতা সাংহাই বিশ্ব মেলায় সাক্ষাত্কার নেয়ার বিষয়টিকে স্বাগত জানাবে।
১১তম জাতীয় গণ কংগ্রেসের তৃতীয় সম্মেলনের প্রথম সাংবাদিক সম্মেলন ৪ মার্চ সকালে মহা গণভবনে অনুষ্ঠিত হয়েছে। লি চাও সিং বলেছেন, সাংহাই বিশ্ব মেলা বিভিন্ন দেশ, অঞ্চল ও সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাকে আন্তর্জাতিক অর্থনৈতিক বাণিজ্য ক্ষেত্রের বিনিময় ও সহযোগিতার জন্য ভালো সুযোগ ও প্ল্যাটফর্ম এনে দেবে। বর্তমানে বিশ্ব মেলার বিভিন্ন প্রস্তুতি কাজ সুষ্ঠুভাবে চলছে। ১২০০টিরও বেশি দেশ, অঞ্চল ও আন্তর্জাতিক সংস্থা সাংহাই বিশ্ব মেলায় যোগ দেয়ার সিদ্ধান্ত নিয়েছে।(লিলু)