Web bengali.cri.cn   
বাংলাদেশ সক্রিয়ভাবে সাংহাই বিশ্ব মেলায় অংশ নিচ্ছে
  2010-03-02 20:48:04  cri

সাংহাই বিশ্ব মেলায় বাংলাদেশও সক্রিয়ভাবে অংশগ্রহণ করছে। ২০০৯ সালের ১৯ মার্চ বাংলাদেশের শিল্প ও বাণিজ্য ফেডারেশনের চেয়ারম্যান আনিসুল হক বাংলাদেশের রাজধানী ঢাকায় সফররত সাংহাই বিশ্ব মেলা বিষয়ক সমন্বয় ব্যুরোর আন্তর্জাতিক প্রদর্শনী বিভাগের উপ-পরিচালক চৌ সিয়ান ছিয়াং'র সঙ্গে সাংহাই বিশ্ব মেলায় বাংলাদেশের অংশগ্রহণের চুক্তি স্বাক্ষর করেন এবং আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের অংশগ্রহণের নানা প্রস্তুতিমূলক কাজ শুরু করে দেন।

স্বাক্ষর অনুষ্ঠানে বাংলাদেশের শিল্প ও বাণিজ্য সচিব ফিরোজ আহমেদ বলেছেন, সাংহাই বিশ্ব মেলা হচ্ছে বাংলাদেশের বিশ্বকে তার ইতিহাস, সংস্কৃতি ও পণ্য প্রদর্শনের শ্রেষ্ঠ প্লাটফর্ম। বাংলাদেশ অনেক আগে থেকেই সংশ্লিষ্ট প্রস্তুতিমূলক কাজ শুরু করেছে। তিনি বলেন, চীন হচ্ছে বাংলাদেশের ঘনিষ্ঠ বন্ধু এবং তার বৃহত্তম বাণিজ্যিক অংশীদারের অন্যতম। তিনি আশা করেন, বিশ্ব মেলায় অংশগ্রহণের মাধ্যমে বাংলাদেশ ও চীনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আর বাণিজ্যিক আদানপ্রদান আরো জোরদার হবে এবং বাংলাদেশ ও অন্যান্য দেশের মধ্যকার বিনিময় ও যোগাযোগকে ত্বরান্বিত করবে।(ইয়ু কুয়াং ইউয়ে)

সংশ্লিষ্ট প্রতিবেদন
মন্তব্যের পাতা
ভিডিও চিত্র
সাক্ষাত্কার
চিঠিপত্র
Play Stop
© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040